ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আলবেনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে টিকটক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী রাশিয়া-যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত দিলেন পুতিন কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের শিক্ষক নিয়োগে অনিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে: শিক্ষা উপদেষ্টা ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিতুমীর কলেজ শিক্ষার্থীর জীবন বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয় লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের শীতবস্ত্র

ছবিঃ সংগৃহীত

সারাদেশে শীত জেঁকে বসায় চরফ্যাশন উপজেলার হাটবাজারগুলোর ফুটপাতে জমজমাট বিক্রি হচ্ছে শীতের গরম কাপড়। শীতে খেটে খাওয়া সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যাওয়ায় শীতের সোয়েটার বা ভারি পোশাক কিনতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ গুনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।

এর পরেও সাধারণ মানুষের চাহিদা মেটানোর একমাত্র ভরসা চরফ্যাশন সদরের ফুটপাতে বসা পুরাতন শীতের পোশাক বিক্রির দোকানগুলো। এসব দোকানে কম মূল্যে দেশি এবং পুরাতন বিদেশি শীতবস্ত্র পাওয়া যায়, তাই এসব ব্যবসায়ীরা নিম্ন আয়ের মানুষের শীতবস্ত্রের চাহিদা পূরণ করছে। বিভিন্ন ধোনি মানুষ ছুটে যায় বড় গার্মেন্টসে আর খেটে খাওয়া, সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা হচ্ছে ফুটপাত।

বিগত কয়েকদিনে উপকূলীয় অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফুটপাতগুলোয় শীতবস্ত্র বেচাকেনার চাপও বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে,চরফ্যাশন সদর,শশীভূষণ,হাজারীগঞ্জ ও দুলারহাটের ফুটপাতে জমজমাট বিক্রি হচ্ছে পুরাতন শীতবস্ত্র। নারী-পুরুষ সবাই এই শীতবস্ত্র কিনতে ব্যস্ত। নিজের জন্য বা প্রিয় সন্তানের জন্য আবার কেউ তার নিকট আত্মীয় স্বজনদের দেয়ার জন্য শীতের পোশাক কিনছেন ফুটপাত থেকে।

এসব দোকানগুলোতে সোয়েটার,টাইস,জ্যাকেট,বাচ্চাদের কানটুপি, মেয়েদের কার্ডিগান, মাফলার, মোজা, ট্রাউজার,কোট ও কোটিসহ আরও একাধিক শীতবস্ত্র বিক্রি হচ্ছে। জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা পুরাতন শীতবস্ত্র ব্যবসায়ীরা লট আকারে এনে বিক্রি করছে। মৎস্য পেশায় জড়িত লিটন মাতাব্বর (৫৫) বলেন, ফুটপাতে পুরাতন কাপড়ের দোকান থেকে ৩০০ টাকায় একটি কোট কিনেছি। চরে পর্যাপ্ত শীত পড়ছে তাই নিজে একটা কিনেছি এবং ছেলের জন্যও সোয়েটার কিনেছি। ফুটপাতে ডিম বিক্রেতা জামাল মুন্সি (৬০) বলেন, জিনিসপত্রের দাম বেশি, সারাবছর একটা লুঙ্গি পড়ে কাটিয়েছি। শীতের কাপড় কেনার সাধ্য নেই। তার পরেও না জীবন বাঁচানোর জন্য শীতের কাপড় কেনা লাগবে। তাই একটা জাম্পার কিনলাম ২০০টাকায়। বাজার ঝাড়ুদার জমেলা খাতুন (৪০) বলেন, বাবা নতুন শীতের কাপড় কেনার সাধ্য না থাকায় এসব পুরোনো শীতের কাপড় দিয়ে কোনোমতে শীত পার করতে হবে। শিক্ষক আবুল হোসেন বলেন,বাচ্চার জন্য দুইটা সোয়েটার ও কানটুপি কিনেছি এখানে গার্মেন্টসের চেয়েও সস্তায় ভালো শীতের কাপড় পাওয়া যায়।

সদর রোডের পুরাতন শীতের কাপড় বিক্রেতা নুর উদ্দিন নুরু বলেন, নিম্ন মধ্যবিত্ত মানুষের ভরসার জায়গা হচ্ছে এসব পুরাতন শীতবস্ত্রের দোকান বা টাল মার্কেট। এখানে প্রতি বছর পুরাতন শীতের পোশাক বিক্রি ভালো হয়। দামে সস্তা পাওয়া যায় তাই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ এখান থেকেই পুরাতন শীতবস্ত্র কিনে জীবন কাটান।

মোঃ মিজানুর রহমান/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের শীতবস্ত্র

আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সারাদেশে শীত জেঁকে বসায় চরফ্যাশন উপজেলার হাটবাজারগুলোর ফুটপাতে জমজমাট বিক্রি হচ্ছে শীতের গরম কাপড়। শীতে খেটে খাওয়া সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যাওয়ায় শীতের সোয়েটার বা ভারি পোশাক কিনতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ গুনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।

এর পরেও সাধারণ মানুষের চাহিদা মেটানোর একমাত্র ভরসা চরফ্যাশন সদরের ফুটপাতে বসা পুরাতন শীতের পোশাক বিক্রির দোকানগুলো। এসব দোকানে কম মূল্যে দেশি এবং পুরাতন বিদেশি শীতবস্ত্র পাওয়া যায়, তাই এসব ব্যবসায়ীরা নিম্ন আয়ের মানুষের শীতবস্ত্রের চাহিদা পূরণ করছে। বিভিন্ন ধোনি মানুষ ছুটে যায় বড় গার্মেন্টসে আর খেটে খাওয়া, সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা হচ্ছে ফুটপাত।

বিগত কয়েকদিনে উপকূলীয় অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফুটপাতগুলোয় শীতবস্ত্র বেচাকেনার চাপও বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে,চরফ্যাশন সদর,শশীভূষণ,হাজারীগঞ্জ ও দুলারহাটের ফুটপাতে জমজমাট বিক্রি হচ্ছে পুরাতন শীতবস্ত্র। নারী-পুরুষ সবাই এই শীতবস্ত্র কিনতে ব্যস্ত। নিজের জন্য বা প্রিয় সন্তানের জন্য আবার কেউ তার নিকট আত্মীয় স্বজনদের দেয়ার জন্য শীতের পোশাক কিনছেন ফুটপাত থেকে।

এসব দোকানগুলোতে সোয়েটার,টাইস,জ্যাকেট,বাচ্চাদের কানটুপি, মেয়েদের কার্ডিগান, মাফলার, মোজা, ট্রাউজার,কোট ও কোটিসহ আরও একাধিক শীতবস্ত্র বিক্রি হচ্ছে। জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা পুরাতন শীতবস্ত্র ব্যবসায়ীরা লট আকারে এনে বিক্রি করছে। মৎস্য পেশায় জড়িত লিটন মাতাব্বর (৫৫) বলেন, ফুটপাতে পুরাতন কাপড়ের দোকান থেকে ৩০০ টাকায় একটি কোট কিনেছি। চরে পর্যাপ্ত শীত পড়ছে তাই নিজে একটা কিনেছি এবং ছেলের জন্যও সোয়েটার কিনেছি। ফুটপাতে ডিম বিক্রেতা জামাল মুন্সি (৬০) বলেন, জিনিসপত্রের দাম বেশি, সারাবছর একটা লুঙ্গি পড়ে কাটিয়েছি। শীতের কাপড় কেনার সাধ্য নেই। তার পরেও না জীবন বাঁচানোর জন্য শীতের কাপড় কেনা লাগবে। তাই একটা জাম্পার কিনলাম ২০০টাকায়। বাজার ঝাড়ুদার জমেলা খাতুন (৪০) বলেন, বাবা নতুন শীতের কাপড় কেনার সাধ্য না থাকায় এসব পুরোনো শীতের কাপড় দিয়ে কোনোমতে শীত পার করতে হবে। শিক্ষক আবুল হোসেন বলেন,বাচ্চার জন্য দুইটা সোয়েটার ও কানটুপি কিনেছি এখানে গার্মেন্টসের চেয়েও সস্তায় ভালো শীতের কাপড় পাওয়া যায়।

সদর রোডের পুরাতন শীতের কাপড় বিক্রেতা নুর উদ্দিন নুরু বলেন, নিম্ন মধ্যবিত্ত মানুষের ভরসার জায়গা হচ্ছে এসব পুরাতন শীতবস্ত্রের দোকান বা টাল মার্কেট। এখানে প্রতি বছর পুরাতন শীতের পোশাক বিক্রি ভালো হয়। দামে সস্তা পাওয়া যায় তাই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ এখান থেকেই পুরাতন শীতবস্ত্র কিনে জীবন কাটান।

মোঃ মিজানুর রহমান/এমএস