ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আলবেনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে টিকটক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী রাশিয়া-যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত দিলেন পুতিন কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের শিক্ষক নিয়োগে অনিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে: শিক্ষা উপদেষ্টা ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিতুমীর কলেজ শিক্ষার্থীর জীবন বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয় লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

সিরিয়ায় রাশিয়া পরাজিত হয়নি, তবে বিজয়ী ইসরাইল: প্রেসিডেন্ট পুতিন

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, সিরিয়ায় রাশিয়ার ৯ বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি। রুশ মিত্র বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে সিরিয়া ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। খবর রয়টার্সের।

তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি যেন থাকে সে প্রস্তাব দামেস্কে নতুন শাসকদের কাছে দিয়েছে মস্কো।

আসাদের পতনের পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো প্রকাশ্য মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট আসাদ মস্কোয় পালিয়ে আসার পর এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তবে শিগগিরই সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন তিনি।

আসাদের পতন নিয়ে মস্কোর ক্ষতির বিষয়টি তিনি তুচ্ছ মনে করে বলেন, ২০১৫ সাল থেকে সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপ দেশটিকে সন্ত্রাসীদের ঘাঁটি হওয়া থেকে রক্ষা করতে সহায়ক হয়েছে। তিনি বলেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ‘প্রধান সুবিধাভোগী’।

গত ৮ আগস্ট আসাদ সরকারের পতনের পরপরই গোলান হাইটসের ইসরাইল-অধিকৃত অংশের বিভাজন রেখার সিরিয়ার দিকে বাফার জোনে সেনা মোতায়েন করে এবং সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করতে শত শত বিমান হামলা চালায় ইসরাইল।

পুতিন বলেন, রাশিয়া সিরিয়ান ভূখণ্ড দখলের নিন্দা জানায়। এটি স্পষ্ট যে ইসরাইল ২৫ কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রবেশ করেছে এবং এমন দূরত্ব পর্যন্ত পৌঁছেছে যেখানে সিরিয়ার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত দুর্গ রয়েছে।

তিনি বলেন, রাশিয়া আশা করে যে ইসরাইল কোনো এক সময় সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করবে। তবে আমার মনে হচ্ছে তারা শুধু যে ত্যাগ করবে না তা নয়, বরং সেখানে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্কও তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে সিরিয়ায় হস্তক্ষেপ করছে। আমরা সবাই এটি বুঝি। অনেক সমস্যা থাকবে। তবে আমরা আন্তর্জাতিক আইন এবং সকল দেশের সার্বভৌমত্বের পক্ষে আছি। তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করি। এখানে সিরিয়ার বিষয়টিও রয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

সিরিয়ায় রাশিয়া পরাজিত হয়নি, তবে বিজয়ী ইসরাইল: প্রেসিডেন্ট পুতিন

আপডেট সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, সিরিয়ায় রাশিয়ার ৯ বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি। রুশ মিত্র বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে সিরিয়া ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। খবর রয়টার্সের।

তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি যেন থাকে সে প্রস্তাব দামেস্কে নতুন শাসকদের কাছে দিয়েছে মস্কো।

আসাদের পতনের পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো প্রকাশ্য মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট আসাদ মস্কোয় পালিয়ে আসার পর এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তবে শিগগিরই সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন তিনি।

আসাদের পতন নিয়ে মস্কোর ক্ষতির বিষয়টি তিনি তুচ্ছ মনে করে বলেন, ২০১৫ সাল থেকে সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপ দেশটিকে সন্ত্রাসীদের ঘাঁটি হওয়া থেকে রক্ষা করতে সহায়ক হয়েছে। তিনি বলেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ‘প্রধান সুবিধাভোগী’।

গত ৮ আগস্ট আসাদ সরকারের পতনের পরপরই গোলান হাইটসের ইসরাইল-অধিকৃত অংশের বিভাজন রেখার সিরিয়ার দিকে বাফার জোনে সেনা মোতায়েন করে এবং সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করতে শত শত বিমান হামলা চালায় ইসরাইল।

পুতিন বলেন, রাশিয়া সিরিয়ান ভূখণ্ড দখলের নিন্দা জানায়। এটি স্পষ্ট যে ইসরাইল ২৫ কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রবেশ করেছে এবং এমন দূরত্ব পর্যন্ত পৌঁছেছে যেখানে সিরিয়ার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বারা নির্মিত দুর্গ রয়েছে।

তিনি বলেন, রাশিয়া আশা করে যে ইসরাইল কোনো এক সময় সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করবে। তবে আমার মনে হচ্ছে তারা শুধু যে ত্যাগ করবে না তা নয়, বরং সেখানে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্কও তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে সিরিয়ায় হস্তক্ষেপ করছে। আমরা সবাই এটি বুঝি। অনেক সমস্যা থাকবে। তবে আমরা আন্তর্জাতিক আইন এবং সকল দেশের সার্বভৌমত্বের পক্ষে আছি। তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করি। এখানে সিরিয়ার বিষয়টিও রয়েছে।

কেকে