ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে তিন খাতে কাজের সুযোগ কমছে প্রবাসীদের বছরে দু’বার এই ওষুধ নিলে শরীরে বাসা বাঁধবে না এইচআইভি চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা হোয়াটসঅ্যাপে সব আনরিড মেসেজ যেভাবে দেখবেন ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ যারা নির্বাচনকে ভয় পায়, তাদের রাজনীতির দরকার নেই: আমির খসরু জুলাই সনদের খসড়া তৈরি, কালকের মধ্যে সব দলকে পাঠানো হবে: আলী রীয়াজ শুল্ক আলোচনায় সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা গণযোগাযোগ অধিদপ্তরে জনবল নিয়োগ, আবেদন অনলাইন

বার্সেলোনার ৫ গোলের আনন্দ, প্যারিসে শেষ মুহূর্তের গোলে পিএসজির হার

ছবিঃ সংগৃহীত

ম্যাচের বয়স তিন মিনিটে পৌঁছায়নি, এর মধ্যেই বার্সেলোনার জালে বল! না, গোল হয়নি। অফসাইডে বাতিল। তবে শুরুর ওই ‘হেঁচকি’তেই ম্যাচের প্রথম আধা ঘণ্টা কিছুটা যেন গুটিয়েই থাকল বার্সেলোনা। এ সময়ে বার্সা গোল করেছে, গোল হজমও করেছে, কিন্তু ম্যাচে নিয়ন্ত্রকের ভাবটা ঠিক ফুটে ওঠেনি।

তবে বিরতির আগে এবং পরেই স্বরূপে দেখা দিল হান্সি ফ্লিকের দল। নব্বই মিনিট শেষে যার ফলাফল, রেডস্টার বেলগ্রেডের জালে বার্সেলোনার ৫ গোল। সার্বিয়ান ক্লাবটিও যে কিছুই করেনি তা নয়। তবে রেডস্টারের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

তবে ইউরোপীয় প্রতিযোগিতায় আজকের রাতটা ভালো যায়নি পিএসজির। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বার্সেলোনা প্রথম গোলের দেখা পায় ১৩তম মিনিটে। রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন ইনিও মার্তিনেজ। তবে ২৭তম মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতা নিয়ে আসে বেলগ্রেড।

বিরতির আগে ৪৩তম মিনিটে রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানডফস্কির
বার্সেলোনার দ্বিতীয় গোলটি আসে রবার্ট লেভানডফস্কির পা থেকেউয়েফা ওয়েবসাইট

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার বাড়ানো বল ধরে ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পোলিশ তারকার সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে পাঠান তিনি। তবে দ্বিতীয় গোলের আক্ষেপে অবশ্য বেশিক্ষণ পুড়তে হয়নি তাঁকে। ৫৩তম মিনিটে জুলস কুন্দে ডান পাশ থেকে বক্সের সামনে এমন এক বল বাড়ান, লেভাকে শুধু দাঁড়িয়ে থেকে শরীরটা গোলমুখী করে গায়ে লাগাতে হয়েছে।

নিহাদ সাজিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদি আরবে তিন খাতে কাজের সুযোগ কমছে প্রবাসীদের

বার্সেলোনার ৫ গোলের আনন্দ, প্যারিসে শেষ মুহূর্তের গোলে পিএসজির হার

আপডেট সময় : ০৯:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

ম্যাচের বয়স তিন মিনিটে পৌঁছায়নি, এর মধ্যেই বার্সেলোনার জালে বল! না, গোল হয়নি। অফসাইডে বাতিল। তবে শুরুর ওই ‘হেঁচকি’তেই ম্যাচের প্রথম আধা ঘণ্টা কিছুটা যেন গুটিয়েই থাকল বার্সেলোনা। এ সময়ে বার্সা গোল করেছে, গোল হজমও করেছে, কিন্তু ম্যাচে নিয়ন্ত্রকের ভাবটা ঠিক ফুটে ওঠেনি।

তবে বিরতির আগে এবং পরেই স্বরূপে দেখা দিল হান্সি ফ্লিকের দল। নব্বই মিনিট শেষে যার ফলাফল, রেডস্টার বেলগ্রেডের জালে বার্সেলোনার ৫ গোল। সার্বিয়ান ক্লাবটিও যে কিছুই করেনি তা নয়। তবে রেডস্টারের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

তবে ইউরোপীয় প্রতিযোগিতায় আজকের রাতটা ভালো যায়নি পিএসজির। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বার্সেলোনা প্রথম গোলের দেখা পায় ১৩তম মিনিটে। রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন ইনিও মার্তিনেজ। তবে ২৭তম মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতা নিয়ে আসে বেলগ্রেড।

বিরতির আগে ৪৩তম মিনিটে রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানডফস্কির
বার্সেলোনার দ্বিতীয় গোলটি আসে রবার্ট লেভানডফস্কির পা থেকেউয়েফা ওয়েবসাইট

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার বাড়ানো বল ধরে ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পোলিশ তারকার সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে পাঠান তিনি। তবে দ্বিতীয় গোলের আক্ষেপে অবশ্য বেশিক্ষণ পুড়তে হয়নি তাঁকে। ৫৩তম মিনিটে জুলস কুন্দে ডান পাশ থেকে বক্সের সামনে এমন এক বল বাড়ান, লেভাকে শুধু দাঁড়িয়ে থেকে শরীরটা গোলমুখী করে গায়ে লাগাতে হয়েছে।

নিহাদ সাজিদ/এমএস