বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় উপকুলীয় জেলা বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, সেচ্ছাসেবক ও শুকনো খাবার।
ঝড়ের প্রভাব বুধবার রাত থেকে জেলায় থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। গত বুধবার সকাল থেকে আকাশ মেঘলা হাওয়ার আজ (২৪’অক্টোবর) ভোররাত থেকে গতি কিছুটা বেড়েছে। মাঝে মাঝে তা দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হচ্ছে।
তবে তা জেলার জনজীবনে এখনো সেভাবে বিঘ্ন ঘটায়নি। সকাল থেকে রাস্তাঘাটে মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
এর মধ্যেই ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ভার্চুয়াল একটি জরুরি সভা করেছেন। প্রস্তুতিমূলক সভা করেছে মোংলা উপজেলা প্রশাসনও।
জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সাধারণ মানুষকে আশ্রয় দিতে জেলার ৩৫৯’টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে ২’লাখ ৬’হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন।
মোঃ আবু বকর সিদ্দিক