ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ ইসলাম সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: তাহের দুঃখিত, এবার আর তা হবে না: প্রেস সচিব জুলাই অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান সবুজ পৃথিবী চাই: বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি
অভিনেত্রী মালাইকা অরোরা

আমার কোনও অনুশোচনা নেই

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। চলতি মাসের বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেত্রীর বাবা। এমন কঠিন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অর্জুন কাপুর। বলিপাড়ায় গুঞ্জন, ছয় বছর সম্পর্কে থাকার পর ফাটল ধরেছে তাদের প্রেমে।

অর্জুনের আগে আরবাজ খানের সঙ্গে প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ছিল তার। সেই সম্পর্কের অবসান ঘটিয়ে অর্জুনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী, সেখানেও ছন্দপতন।

কানাঘুষো শোনা যায় অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে কখনোই প্রকাশ্যে কেউ কিছু বলেননি। তবে জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছেন, বাবার মৃত্যুর পর তা নিয়ে অকপট মালাইকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আমার জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা নিয়ে কোনও অনুশোচনা নেই। ওই সিদ্ধান্তগুলো আমার জীবনের রূপরেখা তৈরি করেছে। যা কিছু ঘটছে এবং যেভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’

মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠরা জানান, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখবেন এই তারকা জুটি। ওদের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হয়নি।

তার মানে এই নয় যে, ওদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময় পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময় পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময় অগ্রাধিকার দিয়েছেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান

অভিনেত্রী মালাইকা অরোরা

আমার কোনও অনুশোচনা নেই

আপডেট সময় : ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। চলতি মাসের বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেত্রীর বাবা। এমন কঠিন সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অর্জুন কাপুর। বলিপাড়ায় গুঞ্জন, ছয় বছর সম্পর্কে থাকার পর ফাটল ধরেছে তাদের প্রেমে।

অর্জুনের আগে আরবাজ খানের সঙ্গে প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ছিল তার। সেই সম্পর্কের অবসান ঘটিয়ে অর্জুনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী, সেখানেও ছন্দপতন।

কানাঘুষো শোনা যায় অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে কখনোই প্রকাশ্যে কেউ কিছু বলেননি। তবে জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছেন, বাবার মৃত্যুর পর তা নিয়ে অকপট মালাইকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আমার জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা নিয়ে কোনও অনুশোচনা নেই। ওই সিদ্ধান্তগুলো আমার জীবনের রূপরেখা তৈরি করেছে। যা কিছু ঘটছে এবং যেভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’

মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠরা জানান, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখবেন এই তারকা জুটি। ওদের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হয়নি।

তার মানে এই নয় যে, ওদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময় পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময় পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময় অগ্রাধিকার দিয়েছেন।