ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত সমাবেশে সারাদেশ থেকে মানুষের ঢল নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সারা দেশ থেকে মানুষের ঢল নামবে। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাব- সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোয়ালিটি পার্লামেন্ট হবে।

তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার। দেশে দায়িত্বরত বিভিন্ন এজেন্সি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, এটাই আমরা আমাদের জাতীয় সমাবেশ থেকে তুলে ধরব। পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমাদের স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে, সেখানে কেউ চাইলে রেস্ট নিতে পারবেন। আমরা মাঠ সমতল করে ত্রিপল দিয়ে দেব। যেন সেখানে মানুষ বসতে পারেন।

১৯ জুলাই সকাল ১০টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। আমরা মূল অনুষ্ঠান শুরু করব দুপুর ২টায়। সমাবেশ স্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য আমরা কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রেখেছি। ওই দিন সারা দেশ থেকে রাজধানীতে মানুষের ঢল নামবে।

ওয়াসা থেকে পানির ব্যবস্থা থাকবে এবং ৫০ হাজার মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকবে। আমাদের ১৫টি মেডিকেল বুথ থাকবে। এ সমাবেশে মহিলারা অংশগ্রহণ করবে না। কারণ তাদের জন্য অনুকূল পরিবেশ নেই।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল তৌহিদুল ইসলাম খান, এটিএম মাসুদ,এইচ এম হামিদুর রহমান, আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত সমাবেশে সারাদেশ থেকে মানুষের ঢল নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সারা দেশ থেকে মানুষের ঢল নামবে। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাব- সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোয়ালিটি পার্লামেন্ট হবে।

তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার। দেশে দায়িত্বরত বিভিন্ন এজেন্সি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, এটাই আমরা আমাদের জাতীয় সমাবেশ থেকে তুলে ধরব। পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমাদের স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে, সেখানে কেউ চাইলে রেস্ট নিতে পারবেন। আমরা মাঠ সমতল করে ত্রিপল দিয়ে দেব। যেন সেখানে মানুষ বসতে পারেন।

১৯ জুলাই সকাল ১০টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। আমরা মূল অনুষ্ঠান শুরু করব দুপুর ২টায়। সমাবেশ স্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য আমরা কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রেখেছি। ওই দিন সারা দেশ থেকে রাজধানীতে মানুষের ঢল নামবে।

ওয়াসা থেকে পানির ব্যবস্থা থাকবে এবং ৫০ হাজার মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকবে। আমাদের ১৫টি মেডিকেল বুথ থাকবে। এ সমাবেশে মহিলারা অংশগ্রহণ করবে না। কারণ তাদের জন্য অনুকূল পরিবেশ নেই।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল তৌহিদুল ইসলাম খান, এটিএম মাসুদ,এইচ এম হামিদুর রহমান, আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

কেকে