ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের নতুন শুল্ক নির্ধারণ: ইন্দোনেশিয়ার পণ্যে ১৯% শুল্ক, ভিয়েতনাম চুক্তি প্রায় চূড়ান্ত এনসিপি নেতাদের ওপর হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই: আমিনুল হক গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : রিজওয়ানা রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার হবে : আইন উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাজ শুরু হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করছি যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে : বাণিজ্য উপদেষ্টা চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই : মির্জা আব্বাস

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই: আমিনুল হক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে।

বুধবার বিকালে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে রাজনীতি করে। কিন্তু কিছু নতুন দল ও তথাকথিত ইসলামি দলের আচরণে রাজনৈতিক শালীনতার অভাব দেখা যাচ্ছে। তাদের এ আচরণ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও প্রশ্ন তৈরি করছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। উদ্দেশ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করা। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরশাসক হওয়ার মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি কোনো অবস্থাতেই অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেয় না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৭ বছরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বগুণ বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে—জনগণই দেশের সকল ক্ষমতার উৎস। তাই কর্মসূচি গ্রহণে এবং দলের নেতৃত্বে সেই বিশ্বাসই আমাদের মূল শক্তি। যদি কোনো নেতাকর্মীর আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না।

সভায় আগামী দিনের কর্মসূচি ঘোষণাও দেন আমিনুল হক। এর মধ্যে রয়েছে—১৮ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় মিরপুর-১২ থেকে শুরু হয়ে শেওড়াপাড়া পর্যন্ত মৌন মিছিল, ১ আগস্ট উত্তরা পলওয়েল মার্কেটের সামনে জনসভা, ৬ আগস্ট বিজয় র্যালি।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এখনই সর্বোচ্চ সতর্কতায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মো. আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহআলম, মাহবুব আলম মন্টু ও বিএনপি নেতা কামাল জামান মোল্লাসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাম্পের নতুন শুল্ক নির্ধারণ: ইন্দোনেশিয়ার পণ্যে ১৯% শুল্ক, ভিয়েতনাম চুক্তি প্রায় চূড়ান্ত

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই: আমিনুল হক

আপডেট সময় : ১০:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে।

বুধবার বিকালে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে রাজনীতি করে। কিন্তু কিছু নতুন দল ও তথাকথিত ইসলামি দলের আচরণে রাজনৈতিক শালীনতার অভাব দেখা যাচ্ছে। তাদের এ আচরণ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও প্রশ্ন তৈরি করছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। উদ্দেশ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করা। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরশাসক হওয়ার মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি কোনো অবস্থাতেই অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেয় না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৭ বছরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বগুণ বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে—জনগণই দেশের সকল ক্ষমতার উৎস। তাই কর্মসূচি গ্রহণে এবং দলের নেতৃত্বে সেই বিশ্বাসই আমাদের মূল শক্তি। যদি কোনো নেতাকর্মীর আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না।

সভায় আগামী দিনের কর্মসূচি ঘোষণাও দেন আমিনুল হক। এর মধ্যে রয়েছে—১৮ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় মিরপুর-১২ থেকে শুরু হয়ে শেওড়াপাড়া পর্যন্ত মৌন মিছিল, ১ আগস্ট উত্তরা পলওয়েল মার্কেটের সামনে জনসভা, ৬ আগস্ট বিজয় র্যালি।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এখনই সর্বোচ্চ সতর্কতায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মো. আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহআলম, মাহবুব আলম মন্টু ও বিএনপি নেতা কামাল জামান মোল্লাসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে