ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই মনে করেছিলেন, বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র ও যুব নেতৃত্বকে সঙ্গে নিয়ে দলটি নতুন করে জেগে উঠেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের লক্ষ্য হলো- বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া।

তিনি বলেন, এটা মনে রাখতে হবে- বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। এ দল দেশের মানুষের বিশ্বাসের জায়গা, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা শক্তি।

প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। পাশাপাশি পড়াশোনা ও সচেতনতার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমরা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই মনে করেছিলেন, বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র ও যুব নেতৃত্বকে সঙ্গে নিয়ে দলটি নতুন করে জেগে উঠেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের লক্ষ্য হলো- বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া।

তিনি বলেন, এটা মনে রাখতে হবে- বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। এ দল দেশের মানুষের বিশ্বাসের জায়গা, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা শক্তি।

প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। পাশাপাশি পড়াশোনা ও সচেতনতার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমরা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি।

কেকে