ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা শুরু মঙ্গলবার

অধ্যাপক আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের সংলাপের দ্বাদশ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহারের ব্যাপারে প্রায় সব রাজনৈতিক দলের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এই বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছে।

ব্রিফিংয়ে অধ্যাপক রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে সব দল একমত হয়েছে। আগামী মঙ্গলবার (পরশু) এ ব্যবস্থার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে কমিশনের পূর্বপ্রস্তাব সংশোধন করাও হতে পারে।

জাতীয় সনদের বিষয়ে তিনি বলেন, সংলাপে অগ্রগতি অব্যাহত রয়েছে। আশা করছি, জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব।

প্রধান বিচারপতি নিয়োগে আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, সব রাজনৈতিক দল আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতেই প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে। তবে প্রথম দুইজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে জনগণের মতামত নেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারবে।

তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো জনম্যান্ডেট পায়, তাহলে ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠতমের পরিবর্তে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে একজনকে নিয়োগের বিধান সংযুক্ত করা যেতে পারে বলেও জানান তিনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা শুরু মঙ্গলবার

আপডেট সময় : ০৬:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের সংলাপের দ্বাদশ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহারের ব্যাপারে প্রায় সব রাজনৈতিক দলের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এই বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছে।

ব্রিফিংয়ে অধ্যাপক রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে সব দল একমত হয়েছে। আগামী মঙ্গলবার (পরশু) এ ব্যবস্থার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে কমিশনের পূর্বপ্রস্তাব সংশোধন করাও হতে পারে।

জাতীয় সনদের বিষয়ে তিনি বলেন, সংলাপে অগ্রগতি অব্যাহত রয়েছে। আশা করছি, জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব।

প্রধান বিচারপতি নিয়োগে আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, সব রাজনৈতিক দল আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতেই প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে। তবে প্রথম দুইজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে জনগণের মতামত নেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারবে।

তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো জনম্যান্ডেট পায়, তাহলে ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠতমের পরিবর্তে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে একজনকে নিয়োগের বিধান সংযুক্ত করা যেতে পারে বলেও জানান তিনি।

কেকে