ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ভেড়ামারা পৌর শাখার দ্বি বার্ষিক সম্মেলন-২০২৫ বুকে গুলি, চোখে স্বপ্ন—চিকিৎসাহীন আরিফুল রেজা আজ সহায়তা প্রত্যাশী জয়পুরহাটে শুরু মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা নাটোরে ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার ঝিনাইদহে বিদেশি ফুলের চাষ করে প্রথম বছরে বাজিমাত করলেন প্রবাসী বাবুধন চাকমার গ্রেপ্তার দাবিতে বাঘাইছড়িতে এলাকাবাসীর মানববন্ধন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিলে দেশিও চোলাই মদ ও উপকরণ উদ্ধার গ্রেফতার-৭ থাইরয়েডের লক্ষণ বুঝবেন কিভাবে? রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: মির্জা ফখরুল আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে: নরেন্দ্র মোদি

চা শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন হবে: শ্রম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের সকল ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শ্রম-কর্মসংস্থান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার দুপুরে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় চা শ্রমিক নেতাদের পক্ষ থেকে তাদের মজুরি বৃদ্ধি, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা, চা বাগানে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, ট্রেড ইউনিয়নের সংস্কারসহ নির্বাচন, চাকরি শেষে পেনশন ও গ্র্যাচুইটি আইনের আওতায় আনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংষ্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, চা বাগান মালিকরা দাবি জানিয়েছেন, অকশনে চা পাতার যে বিক্রয় মূল্যের দাম ওঠে তা দিয়ে উৎপাদন খরচ ওঠে না। অকশনে চা পাতার মূল্য বৃদ্ধি করে শ্রমিকদের মজুরি রেশিও অনুযায়ী বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বর্তমান সরকার চা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে শ্রমিকদের দাবি যেমন, বাগানের ভেতর ল্যাট্রিন স্থাপন, নিরাপদ পানি নিশ্চিত করতে আরও গভীর নলকূপ স্থাপন, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধিসহ বিভিন্ন দাবির প্রতি একাত্মতা পোষণ করেন উপদেষ্টা। দ্রুত সময়ে দাবিগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় নির্বাচন হবে, কি হবে না, সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। নির্বাচন কমিশন আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা আমার দায়িত্ব না। আমার বিষয় হলো, আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করবো।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো.ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক।

এ সময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি, শ্রীমতি বাউড়ি, পরিমল সিং, গীতা রাণী প্রমুখ চা বাগান সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ভেড়ামারা পৌর শাখার দ্বি বার্ষিক সম্মেলন-২০২৫

চা শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন হবে: শ্রম উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

চা শ্রমিকদের সকল ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শ্রম-কর্মসংস্থান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার দুপুরে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় চা শ্রমিক নেতাদের পক্ষ থেকে তাদের মজুরি বৃদ্ধি, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা, চা বাগানে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, ট্রেড ইউনিয়নের সংস্কারসহ নির্বাচন, চাকরি শেষে পেনশন ও গ্র্যাচুইটি আইনের আওতায় আনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংষ্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, চা বাগান মালিকরা দাবি জানিয়েছেন, অকশনে চা পাতার যে বিক্রয় মূল্যের দাম ওঠে তা দিয়ে উৎপাদন খরচ ওঠে না। অকশনে চা পাতার মূল্য বৃদ্ধি করে শ্রমিকদের মজুরি রেশিও অনুযায়ী বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বর্তমান সরকার চা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে শ্রমিকদের দাবি যেমন, বাগানের ভেতর ল্যাট্রিন স্থাপন, নিরাপদ পানি নিশ্চিত করতে আরও গভীর নলকূপ স্থাপন, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধিসহ বিভিন্ন দাবির প্রতি একাত্মতা পোষণ করেন উপদেষ্টা। দ্রুত সময়ে দাবিগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় নির্বাচন হবে, কি হবে না, সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। নির্বাচন কমিশন আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা আমার দায়িত্ব না। আমার বিষয় হলো, আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করবো।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো.ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক।

এ সময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পঙ্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি, শ্রীমতি বাউড়ি, পরিমল সিং, গীতা রাণী প্রমুখ চা বাগান সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে