ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসি পরীক্ষা কি পেছাবে? তজুমুদ্দিন উপজেলায় প্রাইমারি স্কুলের নিয়োগ বানিজ্যের সহযোগী সামিয়া গ্রেফতার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বকশীগঞ্জে বহাল তবিয়তে স্বৈরাচারের দোসর সোহানুর রহমান: জনমনে ক্ষোভ ও প্রতিরোধের ডাক বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আমির খসরু কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাসের সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা সরকার আইসিটি খাতের টেকসই ভিত্তি গড়তে কাজ করছে: ফয়েজ আহমদ তৈয়্যব ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করল ইরান শিক্ষার্থীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষন চালু করলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেখানেই তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং যারা আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার করার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মা ষড়যন্ত্রকারীদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না।

আওয়ামী লীগ প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। সেই ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কারন তারা গত ১৭ বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। গত ১৭ বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছিল।

এসময় তিনি বলেন, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল এবং জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই।

অন্তর্বর্তী সরকারকে এসময় আমিনুল হক বলেন- আপনারা এদেশের জনগণের ভাষা বুঝে, সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে সুসংগঠিত করেন। বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারণ নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই আওয়ামী ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল, সেজন্য প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্র প্রধান ছিলেন। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন। আপস না করার কারণে তাকে কারা অন্তরীনও থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের নেতৃত্ব ও দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ।

পল্লবী থানা ও খিলক্ষেত থানার মধ্যকার খেলায় পল্লবী ৭-০ গোলে এবং তুরাগ থানা ও দারুসসালাম থানার মধ্যকার খেলায় দারুসসালাম ১-০ গোলে জয়ী হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা কি পেছাবে?

আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক

আপডেট সময় : ১০:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বাংলাদেশে আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেখানেই তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং যারা আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার করার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মা ষড়যন্ত্রকারীদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না।

আওয়ামী লীগ প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। সেই ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কারন তারা গত ১৭ বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। গত ১৭ বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছিল।

এসময় তিনি বলেন, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল এবং জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই।

অন্তর্বর্তী সরকারকে এসময় আমিনুল হক বলেন- আপনারা এদেশের জনগণের ভাষা বুঝে, সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে সুসংগঠিত করেন। বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারণ নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই আওয়ামী ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল, সেজন্য প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্র প্রধান ছিলেন। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন। আপস না করার কারণে তাকে কারা অন্তরীনও থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের নেতৃত্ব ও দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ।

পল্লবী থানা ও খিলক্ষেত থানার মধ্যকার খেলায় পল্লবী ৭-০ গোলে এবং তুরাগ থানা ও দারুসসালাম থানার মধ্যকার খেলায় দারুসসালাম ১-০ গোলে জয়ী হয়।

কেকে