ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কুরবানির নিসাবে এক বছর পূর্ণ হওয়া কি জরুরি?

ছবি : সংগৃহীত

প্রশ্ন: কুরবানি দেওয়ার ক্ষেত্রে গচ্ছিত সম্পদ ধারাবাহিকভাবে এক বছর পূর্ণ হতে হবে কিনা এবং এই মুহূর্তে যদি কারো কাছে ৬০০০০ টাকা থাকে এবং অন্য কোন সম্পদ তার নাই অর্থাৎ কোন জমি নাই গচ্ছিত অন্য কোন সম্পদ নাই।

এমতাবস্থায় তার উপরে এই মুহূর্তে কুরবানি ওয়াজিব হবে কিনা?

উত্তর: জাকাতের নিসাবের মালিক হওয়ার পর এক বছর অতিক্রম করতে হয়। পক্ষান্তরে কুরবানির নেসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়।

বরং জিলহজের ১০ তারিখ ফজর থেকে ১২ ই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যেকোনো সময় নিসাবের মালিক হলে তার ওপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বছর অতিক্রম হয়েছে কি হয় নি; তা দেখা হবে না। (আহসানুল ফাতাওয়া ৭/৫০৬)

আর টাকা বা অন্যান্য সম্পদের ক্ষেত্রে নিসাব হলো সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য সমপরিমাণ হাওয়া। সুতরাং সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য জেনে নিবেন। তাহলে আপনি নিজেই বলতে পারবেন যে, আপানার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

কুরবানির নিসাবে এক বছর পূর্ণ হওয়া কি জরুরি?

আপডেট সময় : ১০:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

প্রশ্ন: কুরবানি দেওয়ার ক্ষেত্রে গচ্ছিত সম্পদ ধারাবাহিকভাবে এক বছর পূর্ণ হতে হবে কিনা এবং এই মুহূর্তে যদি কারো কাছে ৬০০০০ টাকা থাকে এবং অন্য কোন সম্পদ তার নাই অর্থাৎ কোন জমি নাই গচ্ছিত অন্য কোন সম্পদ নাই।

এমতাবস্থায় তার উপরে এই মুহূর্তে কুরবানি ওয়াজিব হবে কিনা?

উত্তর: জাকাতের নিসাবের মালিক হওয়ার পর এক বছর অতিক্রম করতে হয়। পক্ষান্তরে কুরবানির নেসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়।

বরং জিলহজের ১০ তারিখ ফজর থেকে ১২ ই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যেকোনো সময় নিসাবের মালিক হলে তার ওপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বছর অতিক্রম হয়েছে কি হয় নি; তা দেখা হবে না। (আহসানুল ফাতাওয়া ৭/৫০৬)

আর টাকা বা অন্যান্য সম্পদের ক্ষেত্রে নিসাব হলো সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য সমপরিমাণ হাওয়া। সুতরাং সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য জেনে নিবেন। তাহলে আপনি নিজেই বলতে পারবেন যে, আপানার ওপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা।

কেকে