ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ভালো সম্পর্ক গড়তে হবে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণও শিখে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে শিশুরা এই বিষয়গুলো সুন্দরভাবে শিখতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) মিরপুরে পিটিআই মিলনায়তনে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’-বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিশুরা যেন মাতৃভাষা সুন্দরভাবে বুঝতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, কথা বলতে ও লিখতে পারে এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো গাণিতিক ভাষা বুঝতে পারে। যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে প্রাথমিক শিক্ষার ওপর। তাই অভিভাবক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ আমাদের প্রত্যেকেরই উচিত শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলা।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম সাখাওয়াত হোসেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ভোট ও অর্থ বিল নিয়ে সবাই একমত হয়েছে : সালাহউদ্দিন আহমেদ

শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ভালো সম্পর্ক গড়তে হবে: গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণও শিখে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে শিশুরা এই বিষয়গুলো সুন্দরভাবে শিখতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) মিরপুরে পিটিআই মিলনায়তনে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’-বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিশুরা যেন মাতৃভাষা সুন্দরভাবে বুঝতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, কথা বলতে ও লিখতে পারে এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো গাণিতিক ভাষা বুঝতে পারে। যদি আমরা প্রাথমিক বিদ্যালয়ে এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে প্রাথমিক শিক্ষার ওপর। তাই অভিভাবক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ আমাদের প্রত্যেকেরই উচিত শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলা।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম সাখাওয়াত হোসেন।

কেকে