ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী দোসর কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ফয়জুল করীমকে মেয়র ঘোষণার মামলার আবেদন খারিজ জোবাইদা রহমানের নিরাপত্তা ব্যবস্থায় যা থাকছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য পেল দুদক স্বতন্ত্র ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ গঠনের প্রস্তাব দিল সংস্কার কমিশন জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার স্বচ্ছ করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত নাটোরে ৭৫ বছর বয়সে ডিগ্রী পাশ – জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা নলডাঙ্গায় গভীর রাতে আগুনে পুড়ে নিঃস্ব এক কৃষক পরিবার নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় মনি সরদার নামে ১ জন গ্রেফতার

আমরা দ্রুত নির্বাচন চাই, সংস্কারও চাই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি : সংগৃহীত

নির্বাচন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সংকট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন।

তবে আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপি ইতোমধ্যে তাদের অবস্থান দফায় দফায় স্পষ্ট করেছে। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও চায় না দলটি। আবার জাতীয় নির্বাচনের বিদ্যমান পদ্ধতির পক্ষে বিএনপি।

অপরদিকে জামায়াতে ইসলামী বলছে- জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় আগামী বছরের ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়াও উচিত নয়। তবে দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আবার নির্বাচনে সংখ্যা বা আনুপাতিক (পিআর) প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে জামায়াত। অন্যদিকে বিচার ও বেশ কিছু মৌলিক বিষয়ে সংস্কারের আগে জাতীয় নির্বাচনের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আগে স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচন চায়। আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষেও এনসিপি।

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান হলো- জাতীয় নির্বাচনের আগে দ্রুত কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। একই অভিমত জামায়াতেরও। তবে এনসিপি চায় মৌলিক সংস্কার।

সৃষ্ট সংকটের এ তিনটি ইস্যু নিয়ে জানতে চাইলে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, ‘বিএনপির অবস্থান খুব পরিষ্কার। আমরা জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত চাই। সংস্কারও চাই। খুব স্পষ্ট করে বলেছি, যে সংস্কারগুলোর বিষয়ে সব দল ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টারে (সনদ) স্বাক্ষর করতে রাজি আছি। যার ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারগুলো নিয়ে নির্বাচিত সরকার সংসদে কথা বলবে।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী দোসর কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আমরা দ্রুত নির্বাচন চাই, সংস্কারও চাই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

নির্বাচন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সংকট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন।

তবে আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপি ইতোমধ্যে তাদের অবস্থান দফায় দফায় স্পষ্ট করেছে। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও চায় না দলটি। আবার জাতীয় নির্বাচনের বিদ্যমান পদ্ধতির পক্ষে বিএনপি।

অপরদিকে জামায়াতে ইসলামী বলছে- জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় আগামী বছরের ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়াও উচিত নয়। তবে দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আবার নির্বাচনে সংখ্যা বা আনুপাতিক (পিআর) প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে জামায়াত। অন্যদিকে বিচার ও বেশ কিছু মৌলিক বিষয়ে সংস্কারের আগে জাতীয় নির্বাচনের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আগে স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচন চায়। আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষেও এনসিপি।

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান হলো- জাতীয় নির্বাচনের আগে দ্রুত কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। একই অভিমত জামায়াতেরও। তবে এনসিপি চায় মৌলিক সংস্কার।

সৃষ্ট সংকটের এ তিনটি ইস্যু নিয়ে জানতে চাইলে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, ‘বিএনপির অবস্থান খুব পরিষ্কার। আমরা জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত চাই। সংস্কারও চাই। খুব স্পষ্ট করে বলেছি, যে সংস্কারগুলোর বিষয়ে সব দল ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টারে (সনদ) স্বাক্ষর করতে রাজি আছি। যার ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারগুলো নিয়ে নির্বাচিত সরকার সংসদে কথা বলবে।’

কেকে