ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকে, ভারতকে পরিণাম ভোগ করতে হবে আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী : প্রধান উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত ভারত প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে শাস্তি দেবে: নরেন্দ্র মোদি সৌদি আরবে কনসার্ট মাতাবেন জেমস জম্মু-কাশ্মীর ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র থ্যাইল্যান্ডে বন্ধ হচ্ছে ফুডপান্ডা স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি, মানুষকে স্বপ্ন দেখতে হবে: প্রধান উপদেষ্টা প্রানের দাবী একটাই, ডিপ্লোমা নার্সিং কে ডিগ্রী চাই জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল

সৌদি আরবে কনসার্ট মাতাবেন জেমস

জেমস। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ডাম্মামে বসছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবেন জেমস, মিলা, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। সৌদি সরকারের উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘রিয়াদ সিজন’-এর সম্প্রসারিত অংশ হিসেবে আয়োজিত এই উৎসব চলছে আল খোবার আল ইস্কান পার্কে।

উৎসব শুরু হয়েছে ৯ এপ্রিল। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশের জন্য নির্ধারিত সময় হলো ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।

এই সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানা আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান। ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এই উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষ দিন অর্থাৎ ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান এবং ডিজে সাফা।

জেমস এর আগে ‘রিয়াদ সিজন ২০২৩’-এ পারফর্ম করে প্রবাসী দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এবারও তার পরিবেশনায় আছেন তিনি।

এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবের সকল প্রবাসী ভাই ও বোনদের আমন্ত্রণ জানাচ্ছি ১ মে আল ইস্কান পার্কে। আমরা গান করব, মজা করব, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসব— বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকে, ভারতকে পরিণাম ভোগ করতে হবে

সৌদি আরবে কনসার্ট মাতাবেন জেমস

আপডেট সময় : ০৪:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সৌদি আরবের ডাম্মামে বসছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবেন জেমস, মিলা, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। সৌদি সরকারের উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘রিয়াদ সিজন’-এর সম্প্রসারিত অংশ হিসেবে আয়োজিত এই উৎসব চলছে আল খোবার আল ইস্কান পার্কে।

উৎসব শুরু হয়েছে ৯ এপ্রিল। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশের জন্য নির্ধারিত সময় হলো ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।

এই সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানা আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান। ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এই উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষ দিন অর্থাৎ ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান এবং ডিজে সাফা।

জেমস এর আগে ‘রিয়াদ সিজন ২০২৩’-এ পারফর্ম করে প্রবাসী দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এবারও তার পরিবেশনায় আছেন তিনি।

এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবের সকল প্রবাসী ভাই ও বোনদের আমন্ত্রণ জানাচ্ছি ১ মে আল ইস্কান পার্কে। আমরা গান করব, মজা করব, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসব— বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।’

কেকে