ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে অকারিগরি ক্রাফটদের আদলতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

অকারিগরি ক্রাফটদের আদালতের রায়ের প্রতিবাদে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

এ উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ কিরে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আদালত অকারিগরি ক্রাফটদের পক্ষে যে রায় দিয়েছে তা অযৌক্তিক। ইন্টারমিডিয়েট পাস করে পলিটেকনিকের শিক্ষক হওয়া তাদের মানায় না। আমাদের ক্লাস নেওয়ার যোগ্যতাও নেই তাদের। আমরা প্রত্যক্ষভাবে কিছুই শিখতে পারছি না। অনতিবিলম্বে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে।

একই সঙ্গে বক্তারা আরও বলেন, আগামীর ভবিষ্যৎ এ প্রজন্মকে উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে এবং আমাদের দীর্ঘদিনের ৬ দফা ন্যায্য দাবি মেনে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন— ঝিনাইদহ পলিটেকনিকের ৭ম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপু, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শারমিন সুলতানাসহ অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে অকারিগরি ক্রাফটদের আদলতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১০:২২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

অকারিগরি ক্রাফটদের আদালতের রায়ের প্রতিবাদে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

এ উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ কিরে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আদালত অকারিগরি ক্রাফটদের পক্ষে যে রায় দিয়েছে তা অযৌক্তিক। ইন্টারমিডিয়েট পাস করে পলিটেকনিকের শিক্ষক হওয়া তাদের মানায় না। আমাদের ক্লাস নেওয়ার যোগ্যতাও নেই তাদের। আমরা প্রত্যক্ষভাবে কিছুই শিখতে পারছি না। অনতিবিলম্বে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে।

একই সঙ্গে বক্তারা আরও বলেন, আগামীর ভবিষ্যৎ এ প্রজন্মকে উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে এবং আমাদের দীর্ঘদিনের ৬ দফা ন্যায্য দাবি মেনে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন— ঝিনাইদহ পলিটেকনিকের ৭ম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপু, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শারমিন সুলতানাসহ অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরা।

এমএস