ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ছবি : সংগৃহীত

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি ঠেকাতে এবং ব্যবহারকারীদের আরও নিরাপদ রাখতে নতুন উদ্যোগ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে অ্যাপে চালু হচ্ছে একটি অফিসিয়াল চ্যাটিং থ্রেড, যার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক বার্তা পাঠানো হবে সরাসরি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে।

মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের চ্যাট তালিকায় হোয়াটসঅ্যাপের একটি বার্তা দেখতে পাবেন, যা একমুখী আলাপচারিতা হিসেবে থাকবে। এই অফিসিয়াল থ্রেডে হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার, গোপনীয়তা সেটিংস, এবং স্ক্যাম শনাক্ত করার উপায় সম্পর্কে তথ্য দেবে।

প্রথমে যুক্তরাজ্য এবং ইউরোপের ব্যবহারকারীরা এই মেসেজ পরিষেবা পাবেন। তবে চাইলে ব্যবহারকারীরা এই অপশনটি নিষ্ক্রিয় করে দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের মতে, এই উদ্যোগের ফলে ব্যবহারকারীদের নিজেদের থেকে তথ্য খোঁজার প্রয়োজন পড়বে না। বরং সুরক্ষা ও গোপনীয়তা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি তাদের হাতে পৌঁছে যাবে।

মঙ্গলবার থেকে যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবহারকারীরা এই অফিসিয়াল চ্যাটের প্রথম বার্তা পেতে শুরু করবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

যুক্তরাজ্যে অনলাইন নিরাপত্তা আইন চালু হওয়ার পরই হোয়াটসঅ্যাপ এমন পদক্ষেপ নেয়। মূল লক্ষ্য হলো—ব্যবহারকারীদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা এবং স্ক্যামের মতো প্রতারণা প্রতিরোধে সচেতনতা বাড়ানো।

এর আগে বিভিন্ন সংস্থার গবেষণায় উঠে এসেছে, অনলাইন স্ক্যামের ঘটনা বাড়ছে এবং এটি গ্রাহক ও কোম্পানিগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

এ মাসের শুরুতে স্ক্যাম প্রতিরোধকারী সংস্থা ‘সিফাস’ জানিয়েছিল, তাদের ডেটাবেইসে গত বছর রেকর্ডসংখ্যক অনলাইন প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে। মার্চে প্রকাশিত অ্যাকশন ফ্রড-এর এক প্রতিবেদনে দেখা যায়, গত বছরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেল হ্যাকিং সংক্রান্ত অভিযোগের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এই প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগ প্রযুক্তি জগতের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আপডেট সময় : ১০:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি ঠেকাতে এবং ব্যবহারকারীদের আরও নিরাপদ রাখতে নতুন উদ্যোগ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে অ্যাপে চালু হচ্ছে একটি অফিসিয়াল চ্যাটিং থ্রেড, যার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক বার্তা পাঠানো হবে সরাসরি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে।

মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের চ্যাট তালিকায় হোয়াটসঅ্যাপের একটি বার্তা দেখতে পাবেন, যা একমুখী আলাপচারিতা হিসেবে থাকবে। এই অফিসিয়াল থ্রেডে হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার, গোপনীয়তা সেটিংস, এবং স্ক্যাম শনাক্ত করার উপায় সম্পর্কে তথ্য দেবে।

প্রথমে যুক্তরাজ্য এবং ইউরোপের ব্যবহারকারীরা এই মেসেজ পরিষেবা পাবেন। তবে চাইলে ব্যবহারকারীরা এই অপশনটি নিষ্ক্রিয় করে দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের মতে, এই উদ্যোগের ফলে ব্যবহারকারীদের নিজেদের থেকে তথ্য খোঁজার প্রয়োজন পড়বে না। বরং সুরক্ষা ও গোপনীয়তা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি তাদের হাতে পৌঁছে যাবে।

মঙ্গলবার থেকে যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবহারকারীরা এই অফিসিয়াল চ্যাটের প্রথম বার্তা পেতে শুরু করবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

যুক্তরাজ্যে অনলাইন নিরাপত্তা আইন চালু হওয়ার পরই হোয়াটসঅ্যাপ এমন পদক্ষেপ নেয়। মূল লক্ষ্য হলো—ব্যবহারকারীদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা এবং স্ক্যামের মতো প্রতারণা প্রতিরোধে সচেতনতা বাড়ানো।

এর আগে বিভিন্ন সংস্থার গবেষণায় উঠে এসেছে, অনলাইন স্ক্যামের ঘটনা বাড়ছে এবং এটি গ্রাহক ও কোম্পানিগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

এ মাসের শুরুতে স্ক্যাম প্রতিরোধকারী সংস্থা ‘সিফাস’ জানিয়েছিল, তাদের ডেটাবেইসে গত বছর রেকর্ডসংখ্যক অনলাইন প্রতারণার মামলা নথিভুক্ত হয়েছে। মার্চে প্রকাশিত অ্যাকশন ফ্রড-এর এক প্রতিবেদনে দেখা যায়, গত বছরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইমেল হ্যাকিং সংক্রান্ত অভিযোগের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এই প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপের নতুন উদ্যোগ প্রযুক্তি জগতের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

কেকে