গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি:
দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত জঙ্গীবাদের মাধ্যমে গাজায় নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জয়পুরহাট জেলা শহর ও সদর উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের জনসাধারণ।
জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলার আমীর মাওলানা ইমরান হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিস এর শুরা সদস্য ফজলুর রহমান সাঈদ। সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি
হাসিবুল আলম লিটন, এডঃ মামুনুর রাশিদ, শহর সেক্রেটারি মিজানুর রহমান, সদর সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিন, জামায়াত নেতা আব্দুল ওয়াহাব, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন প্রমুখ।
প্রধান অতিথি ফজলুর রহমান সাইদ বলেন, “ইসরাইল রাষ্ট্র একটি অবৈধ দখলদার রাষ্ট্র, যারা মানবতা বিরোধী অপরাধে লিপ্ত। গাজায় হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি ঘটিয়ে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করছে।”
বক্তারা আরও বলেন, “বাংলাদেশের মানুষ বরাবরই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যেন আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয় এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চাপ প্রয়োগ করা হয়।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্বমুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এমএস