ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশানের কুমিল্লা মহানগরীরউদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশান কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ ২০২৫, বুধবার বিকাল ৪টায় কুমিল্লার টমছমব্রিজ ইবনে তাইমিয়া কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার, সমন্বয়ক আদর্শ শিক্ষক ফেডারেশান (কুমিল্লা-নোয়াখালী অঞ্চল), অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, উপদেষ্টা আদর্শ শিক্ষক ফেডারেশান, কুমিল্লা মহানগরীর, সভার সভাপতিত্ব করেন প্রফেসর আলী আহমেদ। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর খন্দকার মোঃ সাদেকুর রহমান, শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম ,অধ্যাপক মোঃ ইফতেখার আলম ভুঁইয়া সহ-সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশান কুমিল্লা মহানগরীর, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা অধ্যাপক সরোয়ার জাহান দোলন যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কলেজ শিক্ষক সমিতি অধ্যক্ষ মোঃ শামীম হায়দার ধনুয়াখালা কলেজ ভাষা সৈনিক অজিত গুহ কলেজ এর উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ।
মোঃ আবদুল হাই শরীফ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি কুমিল্লা মহানগরী।

রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াসিনুর রহমান । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গত ১৫ বছর আমরা কোনো মিটিং করতে পারিনি, তবে এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমাদের এই সংহতি সকল প্রকার অনিয়ম প্রতিরোধ করবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।” তিনি শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং ফেডারেশানের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষকদের অধিকার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে নৈতিকতা ও ন্যায়ের চর্চা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি উন্নত সমাজ ও শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম, এবং এ দায়িত্ব পালনে সকল শিক্ষককে আরও সক্রিয় হতে হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শিক্ষকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে কুমিল্লার বিভিন্ন স্তরের শিক্ষকও শিক্ষকনেতারা অংশগ্রহণ করেন।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশানের কুমিল্লা মহানগরীরউদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশান কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ ২০২৫, বুধবার বিকাল ৪টায় কুমিল্লার টমছমব্রিজ ইবনে তাইমিয়া কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার, সমন্বয়ক আদর্শ শিক্ষক ফেডারেশান (কুমিল্লা-নোয়াখালী অঞ্চল), অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, উপদেষ্টা আদর্শ শিক্ষক ফেডারেশান, কুমিল্লা মহানগরীর, সভার সভাপতিত্ব করেন প্রফেসর আলী আহমেদ। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর খন্দকার মোঃ সাদেকুর রহমান, শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম ,অধ্যাপক মোঃ ইফতেখার আলম ভুঁইয়া সহ-সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশান কুমিল্লা মহানগরীর, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা অধ্যাপক সরোয়ার জাহান দোলন যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কলেজ শিক্ষক সমিতি অধ্যক্ষ মোঃ শামীম হায়দার ধনুয়াখালা কলেজ ভাষা সৈনিক অজিত গুহ কলেজ এর উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ।
মোঃ আবদুল হাই শরীফ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি কুমিল্লা মহানগরী।

রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াসিনুর রহমান । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গত ১৫ বছর আমরা কোনো মিটিং করতে পারিনি, তবে এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমাদের এই সংহতি সকল প্রকার অনিয়ম প্রতিরোধ করবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।” তিনি শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং ফেডারেশানের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষকদের অধিকার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে নৈতিকতা ও ন্যায়ের চর্চা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি উন্নত সমাজ ও শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম, এবং এ দায়িত্ব পালনে সকল শিক্ষককে আরও সক্রিয় হতে হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শিক্ষকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে কুমিল্লার বিভিন্ন স্তরের শিক্ষকও শিক্ষকনেতারা অংশগ্রহণ করেন।

এমএস