শাহেদ ইকবাল, আলীকদম উপজেলা প্রতিনিধিঃ
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আলীকদম উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
নারীর প্রতি সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শুধু মানববন্ধনই নয়, সমাজ ও রাষ্ট্রকে যৌথভাবে শক্ত অবস্থান নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। আমরা চাই, এ আন্দোলন শুধু বক্তব্য ও প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে কার্যকর সামাজিক ও আইনি পদক্ষেপের মাধ্যমে সফল হোক।
এমএস