ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধর্ষকের ফাঁসির দাবিতে কবি নজরুল কলেজে প্রতিবাদ সমাবেশ

ছবি : সংগৃহীত

স্বর্না সুত্রধর দিপিকা, কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ

সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর কলেজ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সমাবেশ থেকে সম্প্রতি সংঘটিত শিশু আছিয়ার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত জনসমক্ষে ফাঁসির দাবি তোলা হয়। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন, এই সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, আমরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের বিচার কেন শুরু হয় না? অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি, তারা কোনো দলীয় সরকার নয়, তাহলে এখনো কেন ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না? তারা আরও বলেন, প্রতিটি ধর্ষিতার পাশে আমরা আছি। ন্যায়বিচারের দাবিতে প্রয়োজনে আবার রাস্তায় নামবো।

শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দ্রুত বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ছিনতাই, সন্ত্রাস ও ধর্ষণের ঘটনা বাড়ছে। সম্প্রতি আমার বোন আছিয়াকে তারই নিকটাত্মীয়রা নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা আইনের শাসন চাই না, আমরা বিচার চাই। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যদি সরকার ব্যর্থ হয়, তবে ছাত্র জনতা রাস্তায় নামবে।

শিবিরের সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আছিয়ার ধর্ষকদের বিচার না করা হলে আমরা কঠোর।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ধর্ষকের ফাঁসির দাবিতে কবি নজরুল কলেজে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৪:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

স্বর্না সুত্রধর দিপিকা, কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ

সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর কলেজ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সমাবেশ থেকে সম্প্রতি সংঘটিত শিশু আছিয়ার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত জনসমক্ষে ফাঁসির দাবি তোলা হয়। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন, এই সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, আমরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের বিচার কেন শুরু হয় না? অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি, তারা কোনো দলীয় সরকার নয়, তাহলে এখনো কেন ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না? তারা আরও বলেন, প্রতিটি ধর্ষিতার পাশে আমরা আছি। ন্যায়বিচারের দাবিতে প্রয়োজনে আবার রাস্তায় নামবো।

শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দ্রুত বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ছিনতাই, সন্ত্রাস ও ধর্ষণের ঘটনা বাড়ছে। সম্প্রতি আমার বোন আছিয়াকে তারই নিকটাত্মীয়রা নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা আইনের শাসন চাই না, আমরা বিচার চাই। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। যদি সরকার ব্যর্থ হয়, তবে ছাত্র জনতা রাস্তায় নামবে।

শিবিরের সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আছিয়ার ধর্ষকদের বিচার না করা হলে আমরা কঠোর।

এমএস