ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তিতুমীর কলেজ বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজের শহিদ মামুন চত্বরে শুরু হয়ে কলেজের মূল ফটকের সামনে দিয়ে টিবি গেইট ঘুরে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

মিছিলে শিক্ষার্থীরা “তুমি কে? আমি কে? আসিয়া, আসিয়া! আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। ফাঁসি! ফাঁসি! চাই, ধর্ষকদের ফাঁসি চাই!” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া সিনথিয়া সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, “আমাদের দেশের আইনে ধর্ষকের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত নির্ধারিত আছে। কিন্তু এই দেশে এর কোনো দৃশ্যমান বাস্তবায়ন আমরা দেখিনি। আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের দ্রুত বিচার দেখতে চাই আমরা।”

সাখাওয়াত হাসান নামে এক শিক্ষার্থী বলেন, “জুলাই আন্দোলনে যারা আমাদের সাহস ও সমর্থন দিয়েছেন, আজ বাংলাদেশে আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। আমাদের দাবি, ধর্ষকের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।

আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই—আমরা এই দেশে মব সৃষ্টি করতে চাই না, আইন নিজেদের হাতে তুলেও নিতে চাই না। অনতিবিলম্বে ধর্ষকদের খুঁজে বের করে আইনের আওতায় আনুন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তিতুমীর কলেজ বিক্ষোভ

আপডেট সময় : ০৯:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজের শহিদ মামুন চত্বরে শুরু হয়ে কলেজের মূল ফটকের সামনে দিয়ে টিবি গেইট ঘুরে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

মিছিলে শিক্ষার্থীরা “তুমি কে? আমি কে? আসিয়া, আসিয়া! আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। ফাঁসি! ফাঁসি! চাই, ধর্ষকদের ফাঁসি চাই!” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া সিনথিয়া সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, “আমাদের দেশের আইনে ধর্ষকের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত নির্ধারিত আছে। কিন্তু এই দেশে এর কোনো দৃশ্যমান বাস্তবায়ন আমরা দেখিনি। আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের দ্রুত বিচার দেখতে চাই আমরা।”

সাখাওয়াত হাসান নামে এক শিক্ষার্থী বলেন, “জুলাই আন্দোলনে যারা আমাদের সাহস ও সমর্থন দিয়েছেন, আজ বাংলাদেশে আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। আমাদের দাবি, ধর্ষকের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।

আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই—আমরা এই দেশে মব সৃষ্টি করতে চাই না, আইন নিজেদের হাতে তুলেও নিতে চাই না। অনতিবিলম্বে ধর্ষকদের খুঁজে বের করে আইনের আওতায় আনুন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

এমএস