আবুল কালাম, তাড়াশ উপজেলা প্রতিনিধি :
গত সপ্তাহ থেকে তাড়াশ বাজারে আগাম জাতের তরমুজ আসতে শুরু করেছে।রমজান শুরু হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাট বাজারের ফল ব্যবসায়ীরা তরমুজের পসরা সাজিয়ে বসেছে। হাক ডাক বাড়ছে তরমুজ বেচা কেনার। প্রতি কেজি তরমুজ ৫০ থেকে ৫৫টাকায় বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে তরমুজের দাম এমন চড়া, অভিযোগ ক্রেতাদের।
তাড়াশ পৌর বাজারের ফল ব্যবসায়ী আফাল উদ্দিন বলেন এ বছর মোকামে দাম একটু বেশি। তারপর রমজান মাস চলছে, তাই তরমুজের চাহিদা বেড়ে গেছে। রমজানের পরে দাম হয়তো কমতে পারে।তরমুজের দাম একটু বেশি হওয়ার কারণে বাজারে ক্রেতার সংখ্যাও কম।
তরমুজ ক্রেতা আলামিন হোসেন বলেন, বাজারে তরমুজের আমদানি থাকলেও দাম বেশি হওয়ার কারণে নিম্ন আয়ের লোকজন অনেকেই তরমুজ কিনতে পারছে না।
এমএস