রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ফোরাম (রুবিফ) আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন Falcon Blaze 7th
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি রাকিবুল ইসলাম এবং শিক্ষক সাহাদাত হোসেন।
টুর্নামেন্টে বিভাগের ৬টি ব্যাচ অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে Falcon Blaze 7th এবং The Dynamos of 6th মুখোমুখি হয়। প্রতিযোগিতামূলক এ ম্যাচে Falcon Blaze 7th দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ৮০ রানের বিশাল ব্যবধানে জয়ী হয় এবং টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে।
ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম, বিভাগের শিক্ষক হেমন্ত কুমার, সাহাদাত হোসেন, সাগর রানা ও রাকিবুল ইসলাম নিরব।
অতিথিরা জয়ী এবং রানার আপ দলকে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয় হাসান।
টুর্নামেন্টের স্পন্সর ছিলেন ‘Signature Residence’ এবং ডিজিটাল অ্যাডভাইজার হিসেবে ছিলেন মুগ্ধ ও রনি। সার্বিক সহযোগিতায় ছিলেন অনিক, জীবন, খলিল এবং রাশাদ।
সমাপনী মন্তব্যে প্রধান অতিথি জানান, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের বিকাশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। টুর্নামেন্টের সফল আয়োজনে অংশগ্রহণকারী সকল ব্যাচ, শিক্ষকমণ্ডলী এবং সহযোগীদের ধন্যবাদ জানানো হয়।
এই আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহও বাড়িয়ে তুলেছে।