আবুল কালাম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ আগুনে বসত বাড়ি পুরে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে মোঃরাশিদুল হাসান মিন্টুর বসত ঘরে আগুন লাগে বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে হঠাৎ করে দেখে তাদের ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এর মধ্যেই চাউল, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারণা বিদ্যুতের শট সার্কিট থেকে এই আগুন ধরে। এতে প্রায় তাদের ৮ থেকে ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই প্রসঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিসের অফিসার রেজাউল জানান সংবাদ পেয়ে ঘটনা স্হানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়ি থাকা আসবাবপত্র উদ্ধার করতে পারেনি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এমএস