এমএ হালিম, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে স্থানীয় তরুণ-যুবকদের সামাজিক সংগঠন ‘পরিবর্তন’র উদ্যোগে একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আমবাড়ি উচ্চবিদ্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা ভবনে ‘পাবলিক লাইব্রেরি’ নামে এই গণগ্রন্থাগারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
আমবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সমাজকর্মী অ্যাডভোকেট মোহাম্মত মনির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রভা রানী কর, সিলেটের সাংবাদিক ও পাঠাগার আন্দোলনের সংগঠক প্রণবজ্যোতি পাল, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর শর্মা চৌধুরী, পরিবর্তন সামাজিক সংগঠনের সদস্য তারেক রহমান সোহাগ।
গ্রন্থাগার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত তরুণেরা জানান, এলাকার মানুষকে বইপড়ায় উদ্বুদ্ধ করতেই তারা এটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এর সঙ্গে প্রবাসে থাকা এলাকার তরুণেরাও যুক্ত রয়েছেন। বই ও বিভিন্ন আসবাব পত্র সংগ্রহ করার জন্য যে অর্থ লেগেছে সব সংগঠনের সদস্যরাই দিয়েছেন।
আলোচনায় বক্তারা বলেন, বই মনের দরজা খুলে দেয়, ভাবনার জগতকে প্রসারিত করে। বইপাঠ একজন মানুষকে সৃজনশীল, আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে। ভালো কাজে প্রেরণা জোগায়।
বক্তারা আরও বলেন, একটি পাঠাগার একটি এলাকাকে বদলে দিতে পারে। তাই বইয়ের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে বইপড়ায় উৎসাহ দিতে হবে।