এমএ হালিম ,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কলাগাঁও-চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সকলকে সংবর্ধনা দিয়ে বরন করে নিয়েছেন চারাগাঁও-বড়ছড়া শ্রমিক সর্দার কল্যান সমিতি ।
বৃহস্পতিবার বিকালে কলাগাঁও দাখিল মাদ্রাসা মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয় ৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন৷
চাঁন মিয়া সওদাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চারাগাঁও কয়লা সমিতির সভাপতি হাজ্বী আব্দুস সামাদ, ২ নং ওয়ার্ড মেম্বার রাশিদ কবির, পল্লী চিকিৎসক সামসুদ্দীন, মিজানুর রহমান ডালিম,মাওলানা মস্তফা কামাল, সাইফুল ইসলাম মাস্টার প্রমুখ৷
উল্লেখ্য শনিবার (২২) ফেব্রুয়ারী কলাগাঁও-চারাগাঁও ট্রলি পরিবহন মালিক সমিতির ৩৪৫ জন ভোটারের মধ্যে ৩১৬ জন সদস্য ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনে ১ জন সভাপতি, ১ জন সহ সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ও ৬ জন সদস্য সহ মোট ৯ জন প্রার্থী নির্বাচিত হন৷
সভাপতি পদে , ইদ্রিস আলী( চেয়ার প্রতীক) ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন,
সহ সভাপতি পদে, আজিজুল হক( রিক্সা) ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং
সাধারণ সম্পাদক পদে,সিরাজুল ইসলাম (দোয়াত কলম) প্রতীকে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।
সদস্য পদে
ইদ্রিস আলী ( ফুটবল)২২১ ভোট পেয়ে ১ম।
রইছ উদ্দিন (মাছ)২১৯ ভোট পেয়ে ২য়।
খুরশিদ আলী( মই)১৯৫ ভোট পেয়ে ৩য়।
নুরুল ইসলাম ( টিউবওয়েল)১৮৯ ভোট পেয়ে ৪র্থ।
তৌফিক মিয়া (কাপ পিরিচ)১৮১ ভোট পেয়ে ৫ম।
সাকিরুল ইসলাম( টেবিল)১৭৬ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থানে সদস্য নির্বাচিত হয়েছেন।