মোঃ রুহুল আমিন তালুকদার,মোহনগঞ্জ উপজেলার প্রতিনিধঃ
নেত্রকোনা জেলার আলেম উলামায়ে কেরামের অরাজনৈতিক সংগঠন ‘মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদ’র কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র প্রনয়ণ সহ সর্বস্তরের নবীন,প্রবীণ আলেম,হাফেজ,ইমাম-মুয়াজ্জিনগনের সাথে যোগাযোগ করে আগামী ৪৫ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন উক্ত আহবায়ক কমিটি।
আজ ২৬ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় রেলওয়ে ষ্টেশন জামে মসজিদে উলামা পরিষদের এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুফতি মাজহারুল হক কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মাসুম আহমদ বিগত দিনের রিপোর্ট পেশ করে বিদায় নেয়ার পরে সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এর পরে সর্বসম্মতিক্রমে মাওলানা নুরুল ইসলাম সাহেবকে আহবায়ক এবং মাওলানা রুহুল আমীন নগরী, হাফেজ শফিক বিন আব্দুল আজিজ,মাওলানা মুনতাসীর মামুন, মাওলানা আবুল বাশার কে সদস্য করে ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
বৈঠকে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
এমএস