ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’! সিএনজি পাম্পে গ্যাস নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু বিএনপি’র দুর্দিনে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন মোঃ রাজন আলী গুম কমিশনে ২৫৩ জনের অভিযোগ প্রমাণিত: মইনুল ইসলাম গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়োগ, আবেদন অনলাইনে ইলিশ রক্ষা আমাদের জাতীয় কর্তব্য: মৎস্য উপদেষ্টা নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি : সেনাসদর বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর: তারেক রহমান ভালো আলাপ-আলোচনা হচ্ছে কিন্তু ঐকমত‍্য হচ্ছে না : এবি পার্টি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়: নেতানিয়াহু

প্রেনিউর ল্যাব ও আটলান্টিক কাউন্সিলের তরুণদের বুটক্যাম্প

ছবি : সংগৃহীত

তরুণদের নেতৃত্ব বিকাশ ও নীতি সংস্কারে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রেনিউর ল্যাব ও আটলান্টিক কাউন্সিলের উদ্যোগে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফ্রিডম ফেলোস কোহোর্ট ৮ ইন-পার্সন বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারেক্টিভ লার্নিং, কমিউনিটি এনগেজমেন্ট এবং ডিজিটাল অ্যাডভোকেসির মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্ষম করে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।


২০২১ সালে যাত্রা শুরু করা ফ্রিডম ফেলোস কর্মসূচির আওতায় এ পর্যন্ত সাতটি সফল কোহোর্ট সম্পন্ন হয়েছে, যেখানে প্রেনিউর ল্যাব ৩০০-এর বেশি তরুণকে নীতি সংস্কার, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক সম্পৃক্ততার বিষয়ে দক্ষ করে তুলেছে। বুটক্যাম্পের মাধ্যমে নতুন প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা নিজেদের দক্ষতা ও সুপারিশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

বুটক্যাম্পের শুরুতে প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট-এর হেড অফ অপারেশনস ও অ্যাডমিন এম আশরাফুল তানভীর অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন, যেখানে তারা সহযোগিতা, নেটওয়ার্কিং এবং নেতৃত্ব বিকাশের কার্যকরী কৌশল সম্পর্কে শিখেন।

এরপর যুব নীতি বিশেষজ্ঞ ও এফএনএফ বাংলাদেশের সাবেক প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ “বাংলাদেশের ভবিষ্যৎ গঠন: টেকসই উন্নয়নের জন্য শাসন ও নীতি সংস্কার” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যেখানে তরুণদের নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

ডেটা সাংবাদিক ও ‘ভয়েসেস অব বাংলাদেশ’-এর গবেষক মো. জাহিদ হোসেন খান নাগরিক দায়িত্ব ও শাসনে যুবকদের সম্পৃক্ততার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণদের কণ্ঠস্বরকে কার্যকর করার জন্য সচেতন নাগরিক সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
স্টার্ট২স্কেলআপের পরিচালক আল-আমিন প্রান্ত ডিজিটাল মিডিয়ার ব্যবহার করে নীতিগত অ্যাডভোকেসির জন্য কার্যকর কন্টেন্ট তৈরি করার কৌশল শেখান। তার সেশনে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য তথ্যনির্ভর ও আকর্ষণীয় গল্প বলার কৌশল তুলে ধরা হয়।

বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে বিভিন্ন সেশনে অংশ নেন, হাতে-কলমে শেখার সুযোগ পান এবং নীতি সংস্কার ও অ্যাডভোকেসিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন। গ্রুপ ওয়ার্ক, মতবিনিময় ও ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে তারা ভবিষ্যতে সমাজ পরিবর্তনের জন্য সুপারিশ প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত।

প্রেনিউর ল্যাবের এম আশরাফুল তানভীর, হেড অফ অপারেশনস ও অ্যাডমিন, বলেন, “ফ্রিডম ফেলোস প্রোগ্রামটি যুব নেতৃত্বকে উৎসাহিত করে এবং নীতি ও কমিউনিটি উন্নয়নে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। কোহোর্ট ৮-এর প্রতিটি অংশগ্রহণকারীর মধ্যে আমরা অসাধারণ সম্ভাবনা দেখতে পেরেছি, যা ভবিষ্যতে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

যুব নেতৃত্ব, ডিজিটাল অ্যাডভোকেসি এবং নীতি সচেতনতার ক্রমবর্ধমান প্রয়োজনের সাথে, ফ্রিডম ফেলোস কোহোর্ট ৮ প্রোগ্রাম বাংলাদেশসহ সারা বিশ্বে টেকসই পরিবর্তন আনতে সক্ষম একটি সচেতন ও দক্ষ তরুণ সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’!

প্রেনিউর ল্যাব ও আটলান্টিক কাউন্সিলের তরুণদের বুটক্যাম্প

আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

তরুণদের নেতৃত্ব বিকাশ ও নীতি সংস্কারে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রেনিউর ল্যাব ও আটলান্টিক কাউন্সিলের উদ্যোগে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফ্রিডম ফেলোস কোহোর্ট ৮ ইন-পার্সন বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারেক্টিভ লার্নিং, কমিউনিটি এনগেজমেন্ট এবং ডিজিটাল অ্যাডভোকেসির মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্ষম করে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।


২০২১ সালে যাত্রা শুরু করা ফ্রিডম ফেলোস কর্মসূচির আওতায় এ পর্যন্ত সাতটি সফল কোহোর্ট সম্পন্ন হয়েছে, যেখানে প্রেনিউর ল্যাব ৩০০-এর বেশি তরুণকে নীতি সংস্কার, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক সম্পৃক্ততার বিষয়ে দক্ষ করে তুলেছে। বুটক্যাম্পের মাধ্যমে নতুন প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা নিজেদের দক্ষতা ও সুপারিশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

বুটক্যাম্পের শুরুতে প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট-এর হেড অফ অপারেশনস ও অ্যাডমিন এম আশরাফুল তানভীর অংশগ্রহণকারীদের জন্য একটি ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন, যেখানে তারা সহযোগিতা, নেটওয়ার্কিং এবং নেতৃত্ব বিকাশের কার্যকরী কৌশল সম্পর্কে শিখেন।

এরপর যুব নীতি বিশেষজ্ঞ ও এফএনএফ বাংলাদেশের সাবেক প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ “বাংলাদেশের ভবিষ্যৎ গঠন: টেকসই উন্নয়নের জন্য শাসন ও নীতি সংস্কার” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যেখানে তরুণদের নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

ডেটা সাংবাদিক ও ‘ভয়েসেস অব বাংলাদেশ’-এর গবেষক মো. জাহিদ হোসেন খান নাগরিক দায়িত্ব ও শাসনে যুবকদের সম্পৃক্ততার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণদের কণ্ঠস্বরকে কার্যকর করার জন্য সচেতন নাগরিক সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
স্টার্ট২স্কেলআপের পরিচালক আল-আমিন প্রান্ত ডিজিটাল মিডিয়ার ব্যবহার করে নীতিগত অ্যাডভোকেসির জন্য কার্যকর কন্টেন্ট তৈরি করার কৌশল শেখান। তার সেশনে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য তথ্যনির্ভর ও আকর্ষণীয় গল্প বলার কৌশল তুলে ধরা হয়।

বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে বিভিন্ন সেশনে অংশ নেন, হাতে-কলমে শেখার সুযোগ পান এবং নীতি সংস্কার ও অ্যাডভোকেসিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন। গ্রুপ ওয়ার্ক, মতবিনিময় ও ইন্টারেক্টিভ কার্যক্রমের মাধ্যমে তারা ভবিষ্যতে সমাজ পরিবর্তনের জন্য সুপারিশ প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত।

প্রেনিউর ল্যাবের এম আশরাফুল তানভীর, হেড অফ অপারেশনস ও অ্যাডমিন, বলেন, “ফ্রিডম ফেলোস প্রোগ্রামটি যুব নেতৃত্বকে উৎসাহিত করে এবং নীতি ও কমিউনিটি উন্নয়নে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। কোহোর্ট ৮-এর প্রতিটি অংশগ্রহণকারীর মধ্যে আমরা অসাধারণ সম্ভাবনা দেখতে পেরেছি, যা ভবিষ্যতে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

যুব নেতৃত্ব, ডিজিটাল অ্যাডভোকেসি এবং নীতি সচেতনতার ক্রমবর্ধমান প্রয়োজনের সাথে, ফ্রিডম ফেলোস কোহোর্ট ৮ প্রোগ্রাম বাংলাদেশসহ সারা বিশ্বে টেকসই পরিবর্তন আনতে সক্ষম একটি সচেতন ও দক্ষ তরুণ সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

এমএস