রাকিব হোসেন,বেতাগী উপজেলা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার রানীপুর (গড়িয়াবুনিয়া) বাজার এলাকার একটি অন্যতম প্রধান মাছের টলগড় বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবসায়ীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে, বিশেষ করে বর্ষাকালে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলে তাদের ভিজেই মাছ বিক্রি করতে হয়। ছাউনি ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে বাজারে পানি জমে যায়, যার ফলে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়।
এ বাজারটি আনুমানিক ১০০ বছরের পুরনো, কিন্তু তেমন কোনো আধুনিক সুযোগ-সুবিধার সংযোজন করা হয়নি। বাজারের অবকাঠামোগত উন্নয়নের অভাবে এটি ধীরে ধীরে অচল হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, বাজারের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। মাছের টলগড় সংস্কারসহ আধুনিক বাজার সুবিধা নিশ্চিত করা গেলে ব্যবসায়ীদের কষ্ট লাঘব হবে এবং বাজারের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।