ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে মাছ চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে মান্নান নামের একজন নিহত হয়েছেন।

উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংগা এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় থাকা কয়েকটি পুকুর পাড়ে যান। পুকুরগুলোর পাহারাদার চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এসময় সবাই পালিয়ে গেলেও পাশের এলাকায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ সোহরাব আলী সম্রাট বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে মাছ চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

আপডেট সময় : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে মান্নান নামের একজন নিহত হয়েছেন।

উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংগা এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় থাকা কয়েকটি পুকুর পাড়ে যান। পুকুরগুলোর পাহারাদার চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এসময় সবাই পালিয়ে গেলেও পাশের এলাকায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ সোহরাব আলী সম্রাট বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএস