রাজধানীর সরকারি তিতুমীর কলেজের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কলেজটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন সরকার সভাপতি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলা উদ্দিন মিনহাজ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৭১ সদস্যেবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যক্রম সম্পর্কে সভাপতি আল আমিন সরকার বলেন, এসো গাঁ ভাসাই শিকড়ের টানে। তিতুমীর কলেজের ঐতিহ্যবাহী সংগঠন তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সর্বদাই সাধারণ শিক্ষার্থী বান্ধব।
আমরা চাই আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এই সংগঠন। সামনের দিনে সাধারণ শিক্ষার্থীদের হয়ে সার্বজনীন সকল সহযোগিতা মূলক কার্যক্রম পরিচালনা করবে এবং এই সংগঠনের স্বপ্নবাজ শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের সার্বিক কল্যাণে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। সংগঠনের কার্যক্রম সম্পর্কে সাধারণ সম্পাদক আলা উদ্দিন মিনহাজ বলেন, কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি দলমত জাতি গোষ্ঠী নির্বিশেষে গঠন করা হয়েছে। যা জুলাই গণঅভ্যুত্থানের কারণে সম্ভব হয়েছে। কেবলমাত্র নামেই ছাত্র কল্যাণ না হয়ে তিতুমীরস্থ কুমিল্লা জেলার শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে সবাইকে নিয়ে কাজ করব।
উক্ত এই কমিটিতে অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব মুন্সী, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক কাজী নাইমুল ইসলাম। উল্লেখ্য, ‘এসো গাঁ ভাসাই শিকড়ের টানে ’ স্লোগান কে সামনে নিয়ে ২০০১ সালে ১৭ টি উপজেলা নিয়ে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
শফিক খান