ইমরান মিয়া, নাসিরনগর প্রতিনিধি,
১৪ জানুয়ারী ২০২৫মঙ্গলবার হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তি পালিত হয়েছে।
হিন্দু ধর্মালম্বীরা বলেন যে, আমাদের অনুষ্ঠানের সূচনা হয় ভোর বেলা স্নান করে,খর,বাশ ও বিভিন্ন ধরনের আসবাপত্র দিয়ে তৈরি ঘর পুড়িয়ে।
এরপর স্থানীয় চন্ডিমন্ডব বা আমাদের ধর্মীয় স্থানে হরিলুট দেওয়া হয়,যেখানে ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহন করে।
এরপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে হরিলুট দেওয়া শেষে সন্ধ্যা অবধি পুরো গ্রাম পরিক্রমা করে সশ্মানে হরিলুট দেওয়া হয়। আরও বলেন যে, এই মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠা-পুলির আয়োজন করা হয় এবং সম্পূর্ণ কার্যক্রম অতি আনন্দের সহিত আমরা পালন করি।
এমএস