হিজবুল্লাহ বর্তমানে ‘ইস্পাতের চেয়েও শক্তিশালী’ এবং ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটির সমন্বয় ও সংযোগ ইউনিটের প্রধান ওয়াফিক সাফা।
সোমবার আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের পর এই প্রথম গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সাফা বলেন, হিজবুল্লাহ ‘সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত’। পাশাপাশি ইসরাইলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো পুনর্গঠনের জন্য ‘সাধারণ মানুষের সঙ্গে, তাদের পাশে এবং মাঠে’ কাজ করবে।
রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে যেখানে হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহিদ সাইয়েদ হাসান নাসরুল্লাহকে ইসরাইলি বাহিনী হত্যা করেছিল, সেই স্থান পরিদর্শনকালে সাফা উল্লেখ করেন, হিজবুল্লাহ জনগণের মনোবলকে প্রভাবিত করে এমন প্রতিটি ক্ষেত্রে জড়িত থাকবে।
এ সময় তিনি সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর লাশ দাফন করার সময় এবং স্থান সম্পর্কে আনুমানিক সময়সূচিও ঘোষণা করেন।বলেন, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সাইয়েদ হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি শেষেই আয়োজিত হবে।
শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘আমরা সব সময় প্রতিরোধকারী মানুষের পাশে থেকেছি এবং তাদেরকে অভ্যন্তরীণ ক্ষতি থেকে রক্ষা করেছি। আমাদের মনোবল ভাঙার কোনো সুযোগ নেই’।
ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে হিজবুল্লাহর প্রতিক্রিয়া সম্পর্কে সাফা বলেন, গোষ্ঠীর সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে এবং তারা যেকোনো আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, লেবানন থেকে ইসরাইলি দখলদার বাহিনী প্রত্যাহারের জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর কী ঘটবে, তা সম্পূর্ণভাবে হিজবুল্লাহ ও তাদের নেতৃত্বের ওপর নির্ভর করবে।
সেই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সাফা উল্লেখ করেন যে, লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোচস্টেইনের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করবেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
কেকে