গত ১-১-২০২৫ তারিখ রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাংলালিংক টাওয়ারের সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। শিশুটি নাসিরনগর উপজেলার ভলাকুট এর মোঃ ছোয়াব মিয়ার ছেলে।
জানা যায় শিশুটি রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার সামনে পর যায় এবং অবস্থা সংখনীয় হওয়ায় সঙ্গে সঙ্গে শিশুটিকে হসপিটালের প্রেরণ করা হয়।কিন্তু গত ২-১-২০২৫ তারিখে শিশুটি হসপিটালে মৃত্যু বরণ করে। শিশুটিকে আজ শুক্রবার রাতে বাড়িতে আনা হয়। শিশুটির এই অবস্থায় পরিবারে শোকের ছায়া পড়ে গেছে।
ইমরান মিয়া/এমএস