ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘স্কুইড গেম টু’ সিরিজ নিয়ে তোলপাড় সারাবিশ্ব, আসছে নতুন সিক্যুয়েল শীতের দিন শরীর উষ্ণ রাখে, যে তিন পুষ্টিকর খাবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটো রিক্সার নিচে চাপা পড়ে ৮বছরের শিশু নিহত ওলমোর নিবন্ধন নিয়ে জটিলতায় বার্সেলোনা, অসন্তুষ্ট বার্সা কোচ ঝিনাইদহে মটরসাইকেলে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে এক্সিডেন্ট করে ২০০ বোতল ফেনসিডিল গড়িয়ে পড়ে রাস্তায় প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী : মির্জা ফখরুল এবার নাচ-গান হাসি-ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না: ডা. শফিকুর রহমান বিষ প্রয়োগে বাশার আল-আসাদকে হত্যাচেষ্টা করে রাশিয়া ক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত বিমান, নিহত ২ ডিবি হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি

বিদেশি নেতাদের বেছে বেছে নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

ভ্লাদিমির পুতিন (ছবিঃ সংগৃহীত)

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও নতুন বছর সামনে রেখে বিদেশি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেখানেও বাছাই চালিয়েছেন পুতিন। ক্রেমলিনের প্রেস ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে যা নিশ্চিত হওয়া গেছে।

ঐতিহ্যগতভাবে ডিসেম্বরের শেষদিন বিদেশি মিত্রদের নতুন বছর ও বড়দিনের শুভেচ্ছা জানান পুতিন। এবারও তার ব্যতয় হলো না। রুশ প্রেসিডেন্ট টেলিগ্রামে নেতাদের এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে পুতিনের এই বার্তা কেবল রাশিয়ার মিত্র দেশগুলোর জন্যই ছিল।

পুতিনের সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর তালিকায় রয়েছে-ব্রাজিলের প্রেসিডেন্ট, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস দেশগুলোর নেতারা। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের অনেক দেশের নেতাদের অভিনন্দন জানিয়েছেন পুতিন। সেই সঙ্গে ঐতিহ্যগতভাবে, সিআইএস দেশ এবং দক্ষিণ ওসেটিয়ার নেতাদেরও অভিনন্দন জানানো হয়েছে।

তবে পুতিনের সেই তালিকায় যুক্তরাজ্য, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান এবং রাশিয়ার বন্ধু নয় এমন অনেক বড় রাষ্ট্রের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

আগের দুই বছরের মতো এবারও পুতিনের শুভেচ্ছা বার্তায় জায়গা হয়নি কোনও পশ্চিমা নেতাদের। তবে পুতিনের বার্তা পাঠানো হয়েছে সার্বিয়ার রাষ্ট্রপতি এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে। এবং ন্যাটো দেশগুলির নেতাদের মধ্যে কেবল তুরস্কের রাষ্ট্রপতিই পুতিনের অভিনন্দন বার্তা পেয়েছেন।

এর বাইরে পুতিন পোপ ফ্রান্সিস এবং সাবেক জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার এবং কাজাখস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভসহ বেশ কয়েকজন সাবেক বিদেশী নেতাকেও অভিনন্দন জানিয়েছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

‘স্কুইড গেম টু’ সিরিজ নিয়ে তোলপাড় সারাবিশ্ব, আসছে নতুন সিক্যুয়েল

বিদেশি নেতাদের বেছে বেছে নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

আপডেট সময় : ১০:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও নতুন বছর সামনে রেখে বিদেশি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেখানেও বাছাই চালিয়েছেন পুতিন। ক্রেমলিনের প্রেস ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে যা নিশ্চিত হওয়া গেছে।

ঐতিহ্যগতভাবে ডিসেম্বরের শেষদিন বিদেশি মিত্রদের নতুন বছর ও বড়দিনের শুভেচ্ছা জানান পুতিন। এবারও তার ব্যতয় হলো না। রুশ প্রেসিডেন্ট টেলিগ্রামে নেতাদের এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তবে পুতিনের এই বার্তা কেবল রাশিয়ার মিত্র দেশগুলোর জন্যই ছিল।

পুতিনের সেই শুভেচ্ছা বার্তা পাঠানোর তালিকায় রয়েছে-ব্রাজিলের প্রেসিডেন্ট, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস দেশগুলোর নেতারা। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের অনেক দেশের নেতাদের অভিনন্দন জানিয়েছেন পুতিন। সেই সঙ্গে ঐতিহ্যগতভাবে, সিআইএস দেশ এবং দক্ষিণ ওসেটিয়ার নেতাদেরও অভিনন্দন জানানো হয়েছে।

তবে পুতিনের সেই তালিকায় যুক্তরাজ্য, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান এবং রাশিয়ার বন্ধু নয় এমন অনেক বড় রাষ্ট্রের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

আগের দুই বছরের মতো এবারও পুতিনের শুভেচ্ছা বার্তায় জায়গা হয়নি কোনও পশ্চিমা নেতাদের। তবে পুতিনের বার্তা পাঠানো হয়েছে সার্বিয়ার রাষ্ট্রপতি এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে। এবং ন্যাটো দেশগুলির নেতাদের মধ্যে কেবল তুরস্কের রাষ্ট্রপতিই পুতিনের অভিনন্দন বার্তা পেয়েছেন।

এর বাইরে পুতিন পোপ ফ্রান্সিস এবং সাবেক জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার এবং কাজাখস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভসহ বেশ কয়েকজন সাবেক বিদেশী নেতাকেও অভিনন্দন জানিয়েছেন।

কেকে