নাটোর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ, পৌরসভা চত্বর, উপজেলা পরিষদ এবং ২ নং ওয়ার্ড পানাশী কার্যালয়ের সামনে জয়বাংলা স্লোগান সহ শেখ হাসিনার পক্ষে দেয়ালে দেয়ালে স্লোগান লেখা হয়।
বুধবার(২৫ ডিসেম্বর)সকালে লোকজন এসব লেখা দেখে বিস্মিত হয়ে যায়। কারণ আ’লীগের নেতা কর্মীরা যেখানে আত্নগোপন বা পালিয়ে রয়েছে, সেখানে কে বা কারা দূরভীসন্ধী কাজ করলো।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পরেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেয়ালে লেখা মুছে ফেলার উদ্যোগ নেয়। দুপুরে নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে গ্রাফিতির মধ্যে লেখা জয়বাংলা স্লোগান মোছার উদ্যোগ নেয়। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
জাতীয়তাবাদী ছাত্রদলের এন এস কলেজ শাখার যুগ্ম জুবায়ের হোসেন জনি বলেন, জনমনে ভীতি তৈরির জন্যই এ ধরনের অকৌশল নেয়া হয়েছে। ছাত্রদল, বিএনপি সহ বাংলাদেশের মানুষ এসব অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। ৫ আগষ্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনায় গ্রাফিতির মধ্যে লেখা দেয়ালে জয়বাংলা স্লোগান প্রচার করে আ’লীগ ফ্যাসিবাদ দোসরদের জাগান দিতে রাতের আধারে অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তাদের এই অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল জাগ্রত থাকবে।
অপরদিকে আওয়ামীলীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, যেহেতু এই মূহুর্তে আওয়ামীলীগ প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না। দলের নেতা-কর্মীদের উপর চলছে নীপিড়ন নির্যাতন। সে কারণেই তাদের অস্তিত্ব প্রকাশ করতে দেয়ালে দেয়ালে এই জয়বাংলা স্লোগান লেখার আয়োজন করা হয়েছে।
মনিরুল ইসলাম/এমএস