বুধবার(২৫ ডিসেম্বর) দুপুরে মহাসড়ক ব্যবহার ও দূর্ঘটনা প্রতিরোধে নাটোরের দত্তপাড়া বাজারে গণসচেতনতা মূলক পথসভার আয়োজন করে ঝলমলিয়া হাইওয়ে থানা।
এসময় উপস্থিত ছিলেন ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবর রহমান। অন্যান্যরা হলেন, কমিউনিটিং পুলিশ এর সভাপতি মো. ইব্রাহিম ও নিরাপদ সড়ক চাই এর নাটোর জেলা সভাপতি গোলাম মোস্তফা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী বৃন্দ, জনসাধারণ, পরিবহণ মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
পরে থ্রি হুইলার মালিক ও চালকদের নিয়ে র্যালী ও লিফলেট বিতরণ করা হয়।পথসভার মাধ্যমে সড়কে দূর্ঘটনা, চুরি, ছিনতাই ও ডাকাতি সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।