ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিএলে লিটন-তানজিদের ইতিহাস গড়া রেকর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাথমিক দল পাকিস্তান আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও গণতন্ত্রের ঐতিহাসিক করতে চাই: ড. মুহাম্মদ ইউনূস আইএমএফের চাপে নয়, টাকার মান বাড়াতে বৃদ্ধি ট্যাক্স জিডিপি: প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের বৈঠক ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ মির্জা ফখরুলের মোংলায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ মাভাবিপ্রবির এক ছাত্রী হলের কর্মকর্তার কাছে হেনস্থা ও হুমকির শিকার নাটোরে বালুর ট্রাকের নিচে পড়ে এক পথচারী নিহত ক্লাস রুম সংকটে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা

মাভাবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। খেলার নির্ধারিত সময়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ১-০ গোলে হিসাববিজ্ঞান বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ফুটবল হলো গোলে নির্ধারিত খেলা, আর চ্যাম্পিয়ন সিএসই দল সব দিক থেকেই সেরা প্রমাণিত হয়েছে। তবে হিসাববিজ্ঞান বিভাগও চমৎকার খেলেছে। বিজয়ী দলকে শুভেচ্ছা জানাই, আর যারা হেরেছে তারা ভবিষ্যতে আরও ভালো করবে। খেলার মাঠে উত্তেজনা থাকবেই, এটাই খেলার আনন্দ এবং বিনোদন। সবাই সহযোগিতা করেছে, এজন্য ধন্যবাদ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে এবং আমরা এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাহফুজ রেজা। তিনি বলেন, “এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে আবেগ ও ভালোবাসা দেখেছি, তা সত্যিই আবেগাপ্লুত করেছে। পরাজিত দলের শিক্ষার্থীদের মন খারাপ দেখে আমরা তাদের শিক্ষকদেরকেও চিন্তিত হতে দেখেছি। ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী উপভোগ করেন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্স-আপ হিসাববিজ্ঞান বিভাগের অনুপম। সর্বোচ্চ (চারটি) গোলদাতার পুরস্কার পান একই বিভাগের নূর আলম। সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন সিএসই দলের রাশেদ রায়হান শুভ।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ২০২৪ তারিখে শুরু হওয়া এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ অংশগ্রহণ করে।

নাজমুল হাসান/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপিএলে লিটন-তানজিদের ইতিহাস গড়া রেকর্ড

মাভাবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই

আপডেট সময় : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। খেলার নির্ধারিত সময়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ১-০ গোলে হিসাববিজ্ঞান বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাটি খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ফুটবল হলো গোলে নির্ধারিত খেলা, আর চ্যাম্পিয়ন সিএসই দল সব দিক থেকেই সেরা প্রমাণিত হয়েছে। তবে হিসাববিজ্ঞান বিভাগও চমৎকার খেলেছে। বিজয়ী দলকে শুভেচ্ছা জানাই, আর যারা হেরেছে তারা ভবিষ্যতে আরও ভালো করবে। খেলার মাঠে উত্তেজনা থাকবেই, এটাই খেলার আনন্দ এবং বিনোদন। সবাই সহযোগিতা করেছে, এজন্য ধন্যবাদ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে এবং আমরা এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাহফুজ রেজা। তিনি বলেন, “এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে আবেগ ও ভালোবাসা দেখেছি, তা সত্যিই আবেগাপ্লুত করেছে। পরাজিত দলের শিক্ষার্থীদের মন খারাপ দেখে আমরা তাদের শিক্ষকদেরকেও চিন্তিত হতে দেখেছি। ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী উপভোগ করেন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্স-আপ হিসাববিজ্ঞান বিভাগের অনুপম। সর্বোচ্চ (চারটি) গোলদাতার পুরস্কার পান একই বিভাগের নূর আলম। সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন সিএসই দলের রাশেদ রায়হান শুভ।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ২০২৪ তারিখে শুরু হওয়া এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ অংশগ্রহণ করে।

নাজমুল হাসান/এমএস