আঞ্চলিক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল ক্বওমিয়া মোহনগঞ্জ’-নেত্রকোণা এর ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরুস্কার বিতরণ উপলক্ষ্যে আল্লামা শাহ আহমদ শফী রহঃ এর জীবনী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বেলা ১১ টায় জামিয়া কাসিমিয়ায় অনুষ্ঠিত হয়।
বোর্ডের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফী রহ: এর জীবন-কর্ম নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-মুফতি সফিউল্লাহ ও ইন্তেজামিয়া কমিটির সদস্য সচিব হা: কারী মাছুম বিল্লাহর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামিয়া কাসিমিয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই, হেফাজতে ইসলাম মোহনগঞ্জ উপজেলার আহববায়ক-মাওলানা নুরুল ইসলাম, মোহনগঞ্জ বড়মসজিদের খতিব মুফতি আমির উদ্দীন, কচুয়ারচর ইসলামিয়া হা: মাদরাসার মুহতামিম কারী শায়খ আব্দুর রশিদ, বোর্ডের অন্যতম উপদেষ্টা হাফিজ সৈয়দ আহমদ, রওযাতুল জান্নাত পুকুরিয়া-বাহাম মাদরাসার মুহতািমিম মাওলানা আব্দুল আলী,আল্লামা আহমদ শফী রহ: এর খলিফা মাওলানা আব্দুল আজিজ উলুকান্দা, মোহনগঞ্জ পৌর হেফাজতের সভাপতি মুফতি সাইফুল ইসলাম, মোহনগঞ্জ শাহী মসজিদের খতিব মাওলানা আবুল হাসান ফয়সাল, মাওলানা আবুল বাশার, মাওলানা আবুল কাশেম, হা: মাও: মুজাহিদুল ইসলাম, মাওলানা সানোয়ার হোসাইন, মাওলানা আব্দুর রহিম,বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মাহবুবুর রহমান আশিক, মাওলানা মাকসুদ হাসান বায়েজিদ, মাওলানা আরমান হোসেন বাক্কী যাদবপুরী, মাও: শোয়াইব বিন মুজিব প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতিশিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন উম্মাহর দরদী রাহবার। হেফাজতে ইসলামের মাধ্যমে তিনি বাতিলের মোকাবেলায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
আরিফুল ইসলাম মুরাদ/এমএস