ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের খলাপাড়া গ্রামে চুরি, লুটপাট, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনার প্রেক্ষিতে আজ বাদশাগঞ্জ বাজারে হাওর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
ভুক্তভোগী মোঃ স্বপন মিয়া অভিযোগ করেন, গত ১২ ডিসেম্বর গভীর রাতে তার অনুপস্থিতিতে মোঃ খাইরুল ও তার সহযোগীরা ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কার্যকর ব্যবস্থা না পেয়ে আদালতের শরণাপন্ন হন তারা। লুট হওয়া সম্পদের মোট মূল্য আনুমানিক ১ লাখ ৩৩ হাজার টাকা বলে তিনি জানান।
স্বপনের পরিবারের অভিযোগ, অভিযুক্ত খাইরুল আত্মীয়তার সূত্রে গ্রামে আসা-যাওয়া করতেন এবং সেখানে নানারকম অনৈতিক কাজে জড়িত ছিলেন। প্রতিবাদ করার কারণে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে এই হামলার পরিকল্পনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরির সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং স্বপনের স্ত্রী তাদের চিনে ফেললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। গ্রামবাসীরা তাদের কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে বলে উল্লেখ করা হয়।
স্বপন বলেন, “আমরা ন্যায্য বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি এবং আশা করছি গণমাধ্যমের প্রচারের মাধ্যমে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
আরিফুল ইসলাম মুরাদ/এমএস