ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আলবেনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে টিকটক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী রাশিয়া-যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত দিলেন পুতিন কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের শিক্ষক নিয়োগে অনিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে: শিক্ষা উপদেষ্টা ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিতুমীর কলেজ শিক্ষার্থীর জীবন বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয় লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

ওশের জন্য সবসময় বাড়ির দরজা খোলা শ্রীময়ীর

ছবিঃ সংগৃহীত

টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর কণ্ঠে নিজের ছবির প্রচারে ‘সন্তান সন্তান সন্তান’ স্তূতি । গত মঙ্গলবার এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন কাঞ্চন-শ্রীময়ী। সদ্য তাদের পরিবারে এসেছে ‘সন্তান’। মেয়ে কৃষভির নামে অজ্ঞান বাবা কাঞ্চন— এমনটিই জানিয়েছেন বর্তমান স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে কাঞ্চনের আরও এক সন্তান রয়েছে। তার নাম ওশ। শ্রীময়ীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে যা বলেছেন ওশের মা পিঙ্কি।

কাঞ্চন ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ছেলে ওশ। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছেলের বয়স যখন ১০ বছর, সেই সময় বিচ্ছেদ হয় কাঞ্চন-পিঙ্কির। তার মাস কয়েকের মধ্যে নতুন করে শ্রীময়ীর সঙ্গে ঘর বাঁধেন উত্তরপাড়ার বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক।

কাঞ্চন, পিঙ্কি ও তাদের ছেলে ওশ:

এবার ‘সন্তান’ দেখে শ্রীময়ী আনন্দবাজারের এক সাক্ষাৎকারে জানালেন তার মনের কথা। কাঞ্চনের ছেলে ওশ যে তার সন্তানসম— সে কথা জানিয়ে শ্রীময়ী বললেন, ওশের জন্য বাড়ির দরজা সবসময় খোলা। এমনকি ছেলেকে যে বাবা মিস করেন, সেটিও স্পষ্ট করেন তিনি। শ্রীময়ী এমন অনুভূতির পাল্টা উত্তর দিয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

শ্রীময়ী বলেন, ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা, ওশ-ও তাই। কাঞ্চন ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, আজও। প্রতি পদে মিস করে তাকে। জানি না ওশ বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কিনা। তিনি বলেন, তবে আমার দিক থেকে বলছি— আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনো দিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, থাকতে চায় আমাদের কাছে— ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে বাধা দেব না।

শ্রীময়ীর এ কথা শুনে সাবেক কাঞ্চনপত্নী পিঙ্কি বলেন, ভবিষ্যতে কী হবে না হবে— সব উত্তর সময় দেয়। তিনি আরও বলেন, ঠিক আছে, ধন্যবাদ ওর মহান উক্তির জন্য। তবে ওশ বাবাকে মিস করে না। আমরা চাই ওরা খুব ভালো থাকুক। যতটা ভালো থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি, যা হয়েছে ভালো হয়েছে।

ছেলে ওশ এখন বয়ঃসন্ধিতে পা দিয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় কাঞ্চন-শ্রীময়ী ও তাদের নতুন সন্তানকে নিয়ে নানা চর্চা। ছেলেকে কী সেসব থেকে সচেতনভাবে দূরে রাখছেন? এমন প্রশ্নের উত্তরে পিঙ্কি জানালেন— ছেলেকে সেভাবেই বড় করছেন, যাতে সে নিজের বিচারবুদ্ধি দিয়ে সব কিছু বিবেচনা করতে পারে। পিঙ্কি আরও বলেন, ছেলে পড়াশোনায় ভালো হয়েছে, শিক্ষকদের কথা শোনে। সেদিক থেকে বাধ্য। আসলে আমি একটাই কথা বিশ্বাস করি— গাছের ফল বলে দেয় গাছের পরিচর্যা কেমন হয়েছে। আমার মনে হয় সন্তান মানুষ করার সময়টা হলো তপস্যা করার মতো। সেই সময় সেটা নিয়ে খুব বেশি কথা বলা উচিত নয়। আর একশ্রেণির বাচ্চাদের নাগালে সুশিক্ষার সুযোগ আছে। তাদের কাছে ফোনে দেখার জন্য এত ভালো জিনিস রয়েছে, তার পরে গসিপ বা জঞ্জাল দেখার সময় ওদের নেই।

পিঙ্কি বলেন, যেহেতু ওশকে ‘সন্তানসম’ বলেছেন শ্রীময়ী, কৃষভির প্রতিও একই মনোভাব পিঙ্কির। তিনি বলেন, ও খুব ভালো থাকুক, এই ব্রহ্মাণ্ড যেন ওকে সব খারাপের থেকে রক্ষা করে। খুব ভালো থাকুক।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

ওশের জন্য সবসময় বাড়ির দরজা খোলা শ্রীময়ীর

আপডেট সময় : ০৫:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর কণ্ঠে নিজের ছবির প্রচারে ‘সন্তান সন্তান সন্তান’ স্তূতি । গত মঙ্গলবার এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন কাঞ্চন-শ্রীময়ী। সদ্য তাদের পরিবারে এসেছে ‘সন্তান’। মেয়ে কৃষভির নামে অজ্ঞান বাবা কাঞ্চন— এমনটিই জানিয়েছেন বর্তমান স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে কাঞ্চনের আরও এক সন্তান রয়েছে। তার নাম ওশ। শ্রীময়ীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে যা বলেছেন ওশের মা পিঙ্কি।

কাঞ্চন ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ছেলে ওশ। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছেলের বয়স যখন ১০ বছর, সেই সময় বিচ্ছেদ হয় কাঞ্চন-পিঙ্কির। তার মাস কয়েকের মধ্যে নতুন করে শ্রীময়ীর সঙ্গে ঘর বাঁধেন উত্তরপাড়ার বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক।

কাঞ্চন, পিঙ্কি ও তাদের ছেলে ওশ:

এবার ‘সন্তান’ দেখে শ্রীময়ী আনন্দবাজারের এক সাক্ষাৎকারে জানালেন তার মনের কথা। কাঞ্চনের ছেলে ওশ যে তার সন্তানসম— সে কথা জানিয়ে শ্রীময়ী বললেন, ওশের জন্য বাড়ির দরজা সবসময় খোলা। এমনকি ছেলেকে যে বাবা মিস করেন, সেটিও স্পষ্ট করেন তিনি। শ্রীময়ী এমন অনুভূতির পাল্টা উত্তর দিয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

শ্রীময়ী বলেন, ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা, ওশ-ও তাই। কাঞ্চন ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, আজও। প্রতি পদে মিস করে তাকে। জানি না ওশ বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কিনা। তিনি বলেন, তবে আমার দিক থেকে বলছি— আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনো দিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, থাকতে চায় আমাদের কাছে— ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে বাধা দেব না।

শ্রীময়ীর এ কথা শুনে সাবেক কাঞ্চনপত্নী পিঙ্কি বলেন, ভবিষ্যতে কী হবে না হবে— সব উত্তর সময় দেয়। তিনি আরও বলেন, ঠিক আছে, ধন্যবাদ ওর মহান উক্তির জন্য। তবে ওশ বাবাকে মিস করে না। আমরা চাই ওরা খুব ভালো থাকুক। যতটা ভালো থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি, যা হয়েছে ভালো হয়েছে।

ছেলে ওশ এখন বয়ঃসন্ধিতে পা দিয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় কাঞ্চন-শ্রীময়ী ও তাদের নতুন সন্তানকে নিয়ে নানা চর্চা। ছেলেকে কী সেসব থেকে সচেতনভাবে দূরে রাখছেন? এমন প্রশ্নের উত্তরে পিঙ্কি জানালেন— ছেলেকে সেভাবেই বড় করছেন, যাতে সে নিজের বিচারবুদ্ধি দিয়ে সব কিছু বিবেচনা করতে পারে। পিঙ্কি আরও বলেন, ছেলে পড়াশোনায় ভালো হয়েছে, শিক্ষকদের কথা শোনে। সেদিক থেকে বাধ্য। আসলে আমি একটাই কথা বিশ্বাস করি— গাছের ফল বলে দেয় গাছের পরিচর্যা কেমন হয়েছে। আমার মনে হয় সন্তান মানুষ করার সময়টা হলো তপস্যা করার মতো। সেই সময় সেটা নিয়ে খুব বেশি কথা বলা উচিত নয়। আর একশ্রেণির বাচ্চাদের নাগালে সুশিক্ষার সুযোগ আছে। তাদের কাছে ফোনে দেখার জন্য এত ভালো জিনিস রয়েছে, তার পরে গসিপ বা জঞ্জাল দেখার সময় ওদের নেই।

পিঙ্কি বলেন, যেহেতু ওশকে ‘সন্তানসম’ বলেছেন শ্রীময়ী, কৃষভির প্রতিও একই মনোভাব পিঙ্কির। তিনি বলেন, ও খুব ভালো থাকুক, এই ব্রহ্মাণ্ড যেন ওকে সব খারাপের থেকে রক্ষা করে। খুব ভালো থাকুক।

কেকে