ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে গাজায় যুদ্ধ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি।

সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমনই চিত্র দেখা গেছে বলে জানিয়েছে খোদ ইসরাইলেরই গণমাধ্যম।

ইসরাইলি চ্যানেল ১২ পরিচালিত ওই জরিপ অনুসারে, অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে মাত্র ১৫ শতাংশ ইসরাইলি এ ধরনের চুক্তির বিরোধিতা করেছেন।

অন্যদিকে দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে ৫৬ শতাংশ আবার এ ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে এর বিরোধিতা করেছেন ২৪ শতাংশ সমর্থক।

নেতানিয়াহু ও হামাসের অবস্থানের পরিবর্তন:

এদিকে মিশরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা লেবাননের সংবাদমাধ্যম আল-আখবারকে জানিয়েছেন, নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অবস্থান পূর্বের তুলনায় অনেকটাই নরম হয়েছে।

মিশরীয় ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, নেতানিয়াহু এবার বেশ কয়েকটি বিষয়েই সম্মতি দিয়েছেন, যে বিষয়গুলো তিনি এর আগে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।

অন্যদিকে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের তরফ থেকেও কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্র: ইরনা

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি

আপডেট সময় : ১১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে গাজায় যুদ্ধ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি।

সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমনই চিত্র দেখা গেছে বলে জানিয়েছে খোদ ইসরাইলেরই গণমাধ্যম।

ইসরাইলি চ্যানেল ১২ পরিচালিত ওই জরিপ অনুসারে, অধিকৃত ভূখণ্ডের ৭২ শতাংশ ইসরাইলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে মাত্র ১৫ শতাংশ ইসরাইলি এ ধরনের চুক্তির বিরোধিতা করেছেন।

অন্যদিকে দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে ৫৬ শতাংশ আবার এ ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে এর বিরোধিতা করেছেন ২৪ শতাংশ সমর্থক।

নেতানিয়াহু ও হামাসের অবস্থানের পরিবর্তন:

এদিকে মিশরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা লেবাননের সংবাদমাধ্যম আল-আখবারকে জানিয়েছেন, নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অবস্থান পূর্বের তুলনায় অনেকটাই নরম হয়েছে।

মিশরীয় ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, নেতানিয়াহু এবার বেশ কয়েকটি বিষয়েই সম্মতি দিয়েছেন, যে বিষয়গুলো তিনি এর আগে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন।

অন্যদিকে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের তরফ থেকেও কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্র: ইরনা

কেকে