ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে সাদা ফসফরাস ব্যবহারে ইসরাইলকে নিন্দা জানালো ইরান

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ লেবাননের একটি অংশে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। পরে দেশটির সেনাবাহিনী লেবাননের জনগণকে সেখান থেকে তাড়িয়ে মানচিত্রে লাল ‘নো গো জোন’ হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সেখানে ফিরে না যেতে বলা হয়েছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ইহুদিবাদী শাসকদের সাদা ফসফরাস ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরান এ নিন্দা জানায়। খবর মেহের নিউজের।

এর আগে গত মার্চে বিশেষজ্ঞরা দাবি করেন, ইসরাইল কৌশলে সাদা ফসফরাস ব্যবহার করে জমিটিকে বসবাসের অযোগ্য করার চেষ্টা করছে। লেবাননের গবেষক আহমাদ বেডাউন এবং পরিবেশবাদী গোষ্ঠী গ্রিন সাউদার্নার্সের তথ্যানুসারে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে বিতর্কিত অস্ত্র ব্যবহার করে ৯১৮ হেক্টরেরও বেশি এলাকায় ইসরাইল বাহিনী অন্তত ১৯১টি আক্রমণ চালিয়েছে।

মূলত ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ফারেনহাইট) বেশি তাপমাত্রায় অক্সিজেনের সংস্পর্শে এলে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র জ্বলে ওঠে এবং ফসফরাস অক্সাইডের সঙ্গে মিশ্রিত ঘন সাদা ধোঁয়ার রেখাপাত করে, টুকরোগুলো তখন জ্বলতে থাকে।

ইসরাইল দাবি করেছে, তারা যুদ্ধক্ষেত্রে একটি স্মোকস্ক্রিন তৈরি করতে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহার করে। তবে অধিকার গোষ্ঠীগুলো বলছে, শুধুমাত্র গাজা এবং লেবাননের যুদ্ধক্ষেত্রে নয়, জনবহুল এলাকাতেও এটি ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

লেবাননে সাদা ফসফরাস ব্যবহারে ইসরাইলকে নিন্দা জানালো ইরান

আপডেট সময় : ০২:১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ লেবাননের একটি অংশে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। পরে দেশটির সেনাবাহিনী লেবাননের জনগণকে সেখান থেকে তাড়িয়ে মানচিত্রে লাল ‘নো গো জোন’ হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সেখানে ফিরে না যেতে বলা হয়েছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ইহুদিবাদী শাসকদের সাদা ফসফরাস ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরান এ নিন্দা জানায়। খবর মেহের নিউজের।

এর আগে গত মার্চে বিশেষজ্ঞরা দাবি করেন, ইসরাইল কৌশলে সাদা ফসফরাস ব্যবহার করে জমিটিকে বসবাসের অযোগ্য করার চেষ্টা করছে। লেবাননের গবেষক আহমাদ বেডাউন এবং পরিবেশবাদী গোষ্ঠী গ্রিন সাউদার্নার্সের তথ্যানুসারে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে বিতর্কিত অস্ত্র ব্যবহার করে ৯১৮ হেক্টরেরও বেশি এলাকায় ইসরাইল বাহিনী অন্তত ১৯১টি আক্রমণ চালিয়েছে।

মূলত ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ফারেনহাইট) বেশি তাপমাত্রায় অক্সিজেনের সংস্পর্শে এলে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র জ্বলে ওঠে এবং ফসফরাস অক্সাইডের সঙ্গে মিশ্রিত ঘন সাদা ধোঁয়ার রেখাপাত করে, টুকরোগুলো তখন জ্বলতে থাকে।

ইসরাইল দাবি করেছে, তারা যুদ্ধক্ষেত্রে একটি স্মোকস্ক্রিন তৈরি করতে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহার করে। তবে অধিকার গোষ্ঠীগুলো বলছে, শুধুমাত্র গাজা এবং লেবাননের যুদ্ধক্ষেত্রে নয়, জনবহুল এলাকাতেও এটি ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

কেকে