ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আজ “সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন” দিবস, সুস্থতাজনিত ছুটির দিন

ছবিঃ সংগৃহীত

সপ্তাহে প্রতিদিন অফিস করতে কারই বা ভালো লাগে? কাজের চাপে দম বন্ধ হয়ে আসে। কিন্তু অফিস কর্তৃপক্ষ কি তা বোঝে? প্রতিদিন নিয়ম করে যথাসময়ে অফিসে উপস্থিত থাকা চায়। শুধু শারীরিকভাবে অসুস্থ হলেই ছুটি পাওয়া যায়। তার জন্যও করতে হয় আবেদন।

অসুস্থতাজনিত ছুটি আর ছুটি থাকে না। অসুস্থতা নিয়ে বিছানায় পড়ে থাকাকে আর যাই বলুক ছুটি বলা যাবে না। তবে ব্যাপারটা যদি এমন হয় যে অসুস্থ বলে নয় বরং সুস্থ আছেন বলেই আজকের দিনটা ছুটি পেয়ে গেলেন!

বাড়িতে কাটালেন দারুণ একটা দিন। পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন করতে পারেন এ ‘সুস্থতাজনিত ছুটি’। কর্মব্যস্তজীবনে এমন একটি ছুটি জীবনে আনন্দ এনে দেবে। বাৎসরিক ছুটির তালিকায় এমন একটা ‘ছুটি’ সংযুক্ত হলে কর্মোদ্যম বাড়বে বৈ কমবে না।

টানা কাজ করার ফলে শরীরে ক্লান্তি চলে আসে। ফলে কেউ কেউ মিথ্যা ছুটি নিতে বাধ্য হন। এ ধরনের পরিস্থিতিতে ব্যক্তি নিজেকে ছোট মনে করেন। তার চেয়ে সরকার কিংবা নিয়োগদানকারী কর্তৃপক্ষ সুস্থতাজনিত ছুটির একটা দিনই যদি চালু করে, তাহলে এই অসততার আশ্রয় নেওয়ার দরকার পড়ে না। ‘শ্রান্তি বিনোদন ছুটি’ বলে সরকারি একটা ছুটিও আছে।

সরকারি চাকরিজীবীরা তিন বছরে একবার এ ছুটি পেয়ে থাকেন। তবে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই বছরে একটা দিন ‘ভালো থাকার কারণে’ ছুটির ব্যবস্থা থাকলে নিঃসন্দেহে আমাদের কর্মজীবনে অনন্য মাত্রা যোগ করবে।

আজ ৩০ নভেম্বর, ‘সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন’ দিবস। ওয়েলক্যাট নামক বিচিত্র দিবস উদ্ভাবনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা টমাস ও রুথ রয় দম্পতি এই দিবসের প্রচলন করেন। দিনটি পালন করা যেতে পারে। মিথ্যা অসুস্থতার অজুহাত নয়, বরং ভালো আছেন বলেই আজকের দিনটা ছুটি নিয়ে বাসায় থাকুন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আজ “সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন” দিবস, সুস্থতাজনিত ছুটির দিন

আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

সপ্তাহে প্রতিদিন অফিস করতে কারই বা ভালো লাগে? কাজের চাপে দম বন্ধ হয়ে আসে। কিন্তু অফিস কর্তৃপক্ষ কি তা বোঝে? প্রতিদিন নিয়ম করে যথাসময়ে অফিসে উপস্থিত থাকা চায়। শুধু শারীরিকভাবে অসুস্থ হলেই ছুটি পাওয়া যায়। তার জন্যও করতে হয় আবেদন।

অসুস্থতাজনিত ছুটি আর ছুটি থাকে না। অসুস্থতা নিয়ে বিছানায় পড়ে থাকাকে আর যাই বলুক ছুটি বলা যাবে না। তবে ব্যাপারটা যদি এমন হয় যে অসুস্থ বলে নয় বরং সুস্থ আছেন বলেই আজকের দিনটা ছুটি পেয়ে গেলেন!

বাড়িতে কাটালেন দারুণ একটা দিন। পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন করতে পারেন এ ‘সুস্থতাজনিত ছুটি’। কর্মব্যস্তজীবনে এমন একটি ছুটি জীবনে আনন্দ এনে দেবে। বাৎসরিক ছুটির তালিকায় এমন একটা ‘ছুটি’ সংযুক্ত হলে কর্মোদ্যম বাড়বে বৈ কমবে না।

টানা কাজ করার ফলে শরীরে ক্লান্তি চলে আসে। ফলে কেউ কেউ মিথ্যা ছুটি নিতে বাধ্য হন। এ ধরনের পরিস্থিতিতে ব্যক্তি নিজেকে ছোট মনে করেন। তার চেয়ে সরকার কিংবা নিয়োগদানকারী কর্তৃপক্ষ সুস্থতাজনিত ছুটির একটা দিনই যদি চালু করে, তাহলে এই অসততার আশ্রয় নেওয়ার দরকার পড়ে না। ‘শ্রান্তি বিনোদন ছুটি’ বলে সরকারি একটা ছুটিও আছে।

সরকারি চাকরিজীবীরা তিন বছরে একবার এ ছুটি পেয়ে থাকেন। তবে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই বছরে একটা দিন ‘ভালো থাকার কারণে’ ছুটির ব্যবস্থা থাকলে নিঃসন্দেহে আমাদের কর্মজীবনে অনন্য মাত্রা যোগ করবে।

আজ ৩০ নভেম্বর, ‘সুস্থ আছেন তাই বাড়িতে থাকুন’ দিবস। ওয়েলক্যাট নামক বিচিত্র দিবস উদ্ভাবনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা টমাস ও রুথ রয় দম্পতি এই দিবসের প্রচলন করেন। দিনটি পালন করা যেতে পারে। মিথ্যা অসুস্থতার অজুহাত নয়, বরং ভালো আছেন বলেই আজকের দিনটা ছুটি নিয়ে বাসায় থাকুন।

কেকে