ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’! সিএনজি পাম্পে গ্যাস নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু বিএনপি’র দুর্দিনে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন মোঃ রাজন আলী গুম কমিশনে ২৫৩ জনের অভিযোগ প্রমাণিত: মইনুল ইসলাম গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়োগ, আবেদন অনলাইনে ইলিশ রক্ষা আমাদের জাতীয় কর্তব্য: মৎস্য উপদেষ্টা নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি : সেনাসদর বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর: তারেক রহমান ভালো আলাপ-আলোচনা হচ্ছে কিন্তু ঐকমত‍্য হচ্ছে না : এবি পার্টি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়: নেতানিয়াহু

১৬১ রানে জয়সওয়ালের যত কীর্তি

ছবিঃ সংগৃহীত

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে বড় বিপদেই পড়ে গিয়েছিল ভারত। সফরকারীদের সেই বিপদ থেকে টেনে তুলেছেন জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন বোলাররা। অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করে ৪৬ রানের লিড পায় ভারত। সেই লিডটাকে এখন বিশাল সংগ্রহে পরিণত করছে সফরকারীরা। যেখানে বড় ‍কৃতিত্ব আছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই ১৬১ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন জয়সওয়াল। ২৯৭ বলে ১৫টি চার ও ৩ ছক্কায় সাজানো ছিল জয়সওয়ালের ইনিংসটি। এমন ইনিংসে বেশ কিছু কীর্তিও নিজের করে নিয়েছেন এই তরুণ ওপেনার।

দেখে নেওয়া যাক জয়সওয়ালের সে সব কীর্তি – বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম চারটি সেঞ্চুরিকেই দেড়শ–তে পরিণত করা ব্যাটার এখন জয়সওয়াল। এর আগে ক্যারিয়ারের প্রথম চার সেঞ্চুরিকেই দেড়শতে রূপ দেওয়া একমাত্র কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের।

সেঞ্চুরি পূর্ণ করার পথে মিচেল স্টার্ককে আপার কাটে দারুণ এক ছয় হাঁকান জয়সওয়াল। ২০০১ সালের পর এখন পর্যন্ত তিনজন বিদেশি অস্ট্রেলিয়ায় ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে জয়সওয়াল।

১৫তম টেস্ট শেষে রানসংগ্রহে বিশ্বক্রিকেটে চতুর্থ অবস্থান জয়সওয়ালের। এই ব্যাটারের রান ১৫৬৮। তার আগে রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (২১১৫), মার্ক টেলর (১৮১৮) ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস (১৫৭৬)। পাঁচে থাকা আরেক অজি তারকা মাইকেল হাসি সমানসংখ্যক টেস্টে ১৫৬০ রান করেন।

বয়স ২৩ পূর্ণ হওয়ার আগেই টেস্টে চারটি দেড়শ’র বেশি রানের ইনিংস খেললেন জয়সওয়াল। সমানসংখ্যক দেড়শ নিয়ে একই কীর্তি রয়েছে জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ এবং শচীন টেন্ডুলকারের। ২৩ বছর বয়সের আগেই সর্বোচ্চ ৮টি টেস্টে দেড়শ বা তার বেশি রানের রেকর্ডটিও ডন ব্র্যাডম্যানের দখলে।

একইভাবে ২২ বছর বয়সে ভারতের হয়ে চারটি করে সেঞ্চুরির কীর্তি গাভাস্কার-বিনোদ কাম্বলি ও জয়সওয়ালের। শচীন ৮টি এবং রবি শাস্ত্রীর সেঞ্চুরি রয়েছে ৮টি।

বয়স ২৩ হওয়ার আগে এক ক্যালেন্ডার ইয়ারেই (২০২৪) তিনটি সেঞ্চুরি করে ফেললেন জয়সওয়াল। ওই বয়সে সমান তিনটি করে টেস্ট সেঞ্চুরি আছে ভারতের রবি শাস্ত্রী (১৯৮৪) ও শচীনের (১৯৯২)। তবে গাভাস্কার (১৯৭১) ও বিনোদ কাম্বলি (১৯৯৩) ওই সময়েই ৪টি টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন।

অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জয়সওয়াল তৃতীয়। তার আগে ১৯৬৭-৬৮ সালে ব্রিসবেন টেস্টে জয়সিমহা (১০১) ও ১৯৭৭-৭৮ সালে একই ভেন্যুতে সুনীল গাভাস্কার সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে। এখন পর্যন্ত হওয়া তিন সেঞ্চুরিই হয়েছে টেস্টের দ্বিতীয় ইনিংসে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’!

১৬১ রানে জয়সওয়ালের যত কীর্তি

আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে বড় বিপদেই পড়ে গিয়েছিল ভারত। সফরকারীদের সেই বিপদ থেকে টেনে তুলেছেন জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন বোলাররা। অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করে ৪৬ রানের লিড পায় ভারত। সেই লিডটাকে এখন বিশাল সংগ্রহে পরিণত করছে সফরকারীরা। যেখানে বড় ‍কৃতিত্ব আছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই ১৬১ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন জয়সওয়াল। ২৯৭ বলে ১৫টি চার ও ৩ ছক্কায় সাজানো ছিল জয়সওয়ালের ইনিংসটি। এমন ইনিংসে বেশ কিছু কীর্তিও নিজের করে নিয়েছেন এই তরুণ ওপেনার।

দেখে নেওয়া যাক জয়সওয়ালের সে সব কীর্তি – বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম চারটি সেঞ্চুরিকেই দেড়শ–তে পরিণত করা ব্যাটার এখন জয়সওয়াল। এর আগে ক্যারিয়ারের প্রথম চার সেঞ্চুরিকেই দেড়শতে রূপ দেওয়া একমাত্র কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের।

সেঞ্চুরি পূর্ণ করার পথে মিচেল স্টার্ককে আপার কাটে দারুণ এক ছয় হাঁকান জয়সওয়াল। ২০০১ সালের পর এখন পর্যন্ত তিনজন বিদেশি অস্ট্রেলিয়ায় ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে জয়সওয়াল।

১৫তম টেস্ট শেষে রানসংগ্রহে বিশ্বক্রিকেটে চতুর্থ অবস্থান জয়সওয়ালের। এই ব্যাটারের রান ১৫৬৮। তার আগে রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (২১১৫), মার্ক টেলর (১৮১৮) ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস (১৫৭৬)। পাঁচে থাকা আরেক অজি তারকা মাইকেল হাসি সমানসংখ্যক টেস্টে ১৫৬০ রান করেন।

বয়স ২৩ পূর্ণ হওয়ার আগেই টেস্টে চারটি দেড়শ’র বেশি রানের ইনিংস খেললেন জয়সওয়াল। সমানসংখ্যক দেড়শ নিয়ে একই কীর্তি রয়েছে জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ এবং শচীন টেন্ডুলকারের। ২৩ বছর বয়সের আগেই সর্বোচ্চ ৮টি টেস্টে দেড়শ বা তার বেশি রানের রেকর্ডটিও ডন ব্র্যাডম্যানের দখলে।

একইভাবে ২২ বছর বয়সে ভারতের হয়ে চারটি করে সেঞ্চুরির কীর্তি গাভাস্কার-বিনোদ কাম্বলি ও জয়সওয়ালের। শচীন ৮টি এবং রবি শাস্ত্রীর সেঞ্চুরি রয়েছে ৮টি।

বয়স ২৩ হওয়ার আগে এক ক্যালেন্ডার ইয়ারেই (২০২৪) তিনটি সেঞ্চুরি করে ফেললেন জয়সওয়াল। ওই বয়সে সমান তিনটি করে টেস্ট সেঞ্চুরি আছে ভারতের রবি শাস্ত্রী (১৯৮৪) ও শচীনের (১৯৯২)। তবে গাভাস্কার (১৯৭১) ও বিনোদ কাম্বলি (১৯৯৩) ওই সময়েই ৪টি টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন।

অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জয়সওয়াল তৃতীয়। তার আগে ১৯৬৭-৬৮ সালে ব্রিসবেন টেস্টে জয়সিমহা (১০১) ও ১৯৭৭-৭৮ সালে একই ভেন্যুতে সুনীল গাভাস্কার সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে। এখন পর্যন্ত হওয়া তিন সেঞ্চুরিই হয়েছে টেস্টের দ্বিতীয় ইনিংসে।

কেকে