ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো মুজিবের ছবি

ছবিঃ সংগৃহীত

বঙ্গভবনের দরবার হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন সদ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করা মো. মাহফুজ আলম।

সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে পোস্টে তিনি লিখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান-ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এ জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।

তিনি আরও বলেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ‘৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ‘৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হবে না।


এর আগে গতকাল রোববার নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এই শপথ অনুষ্ঠানের সময়ও শেখ মুজিবের ছবি সেখানে টাঙানো ছিল।

বিষয়টি নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয় শপথ অনুষ্ঠানের পর থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো মুজিবের ছবি

আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বঙ্গভবনের দরবার হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন সদ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করা মো. মাহফুজ আলম।

সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে পোস্টে তিনি লিখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান-ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এ জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী। মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।

তিনি আরও বলেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ‘৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ‘৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হবে না।


এর আগে গতকাল রোববার নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এই শপথ অনুষ্ঠানের সময়ও শেখ মুজিবের ছবি সেখানে টাঙানো ছিল।

বিষয়টি নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয় শপথ অনুষ্ঠানের পর থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।