ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : অ্যাডভোকেট সালাম

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শুক্রবার (০৪ জুলাই) সকালে লৌহজং উপজেলার হলদিয়া বাজারে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

লৌহজং উপজেলার বেজগাঁওয়ে লৌহজং গার্লস স্কুল মাঠে বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এ ছাড়া লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পশ্চিম পালগাঁওয়ে মুন্সীগঞ্জ জেলা সমবায় দল আয়োজিত তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেছেন, একটি মহল ত্রয়োদশ সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। অথচ নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি। কেন না, তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। তাছাড়া এই নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা-হামলা, এত গুম-খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে হবে বলেও জানান তিনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : অ্যাডভোকেট সালাম

আপডেট সময় : ০৯:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শুক্রবার (০৪ জুলাই) সকালে লৌহজং উপজেলার হলদিয়া বাজারে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

লৌহজং উপজেলার বেজগাঁওয়ে লৌহজং গার্লস স্কুল মাঠে বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এ ছাড়া লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পশ্চিম পালগাঁওয়ে মুন্সীগঞ্জ জেলা সমবায় দল আয়োজিত তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেছেন, একটি মহল ত্রয়োদশ সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। অথচ নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি। কেন না, তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। তাছাড়া এই নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা-হামলা, এত গুম-খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে হবে বলেও জানান তিনি।

কেকে