ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (০২ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে এ অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি যে, জনগণ খুব ভালো জানে যে- কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এ দেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে। কাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে- এগুলো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপসহীন, এটাও জনগণ জানে। কাজেই অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে এবং সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কোথাও বিএনপির কোনো নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নিলে বিএনপি বাধা দেবে না, বরং খুশি হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা সেজন্য মনে করি, এই মুহূর্তে প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক ও একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম করা। সেটা শুধু ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনের মাধ্যমে সম্ভব।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন নজরুল ইসলাম খান। এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শহরের ব্যস্ততম ‘পুরাতন রূপসা রোড’ এখন যেন ময়লার ভাগাড়

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : নজরুল ইসলাম

আপডেট সময় : ০৯:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (০২ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে এ অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি যে, জনগণ খুব ভালো জানে যে- কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এ দেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে। কাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে- এগুলো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপসহীন, এটাও জনগণ জানে। কাজেই অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে এবং সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কোথাও বিএনপির কোনো নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নিলে বিএনপি বাধা দেবে না, বরং খুশি হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা সেজন্য মনে করি, এই মুহূর্তে প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক ও একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম করা। সেটা শুধু ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনের মাধ্যমে সম্ভব।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন নজরুল ইসলাম খান। এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে