ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ঐকমত্য কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে : আলী রীয়াজ কাজে না আসা নীতিমালাগুলো পরিবর্তন করতে হবে : প্রধান উপদেষ্টা মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানিয়েছে বিএনপি এমন কিছু করবেন না, আবার যেন গণতন্ত্র ব্যাহত হয় : মির্জা ফখরুল পিআর দেশের সামাজিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় : ড. মঈন খান ইআবি ডিগ্রির স্বীকৃতি না থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত: পিএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ইনডাকশন পদ্ধতিতে কমবে সিজারিয়ান সেকশন : প্রসূতি বিশেষজ্ঞরা ৪৪তম বিসিএসের প্রার্থীদের পিএসসির জরুরি নির্দেশনা কিছু দল পণ করেছে, পিআর না দিলে নির্বাচনে যাবে না : মির্জা ফখরুল

মার্কিন প্রতিনিধি পরিষদের সব ডিভাইসে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সব ডিভাইসে নিষিদ্ধ হয়েছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

সোমবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক নোটিশে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সব ডিভাইসে নিষিদ্ধ মেটা মালিকানাধীন অ্যাপটি।

নোটিশে আরও বলা হয়েছে, ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপকে উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাপ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অফিস। কারণ, কীভাবে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখে সে বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই অ্যাপটির। একইসঙ্গে সংরক্ষিত তথ্য এনক্রিপশনের অভাব রয়েছে ও অ্যাপটি ব্যবহারে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে।

হোয়াটসঅ্যাপের বদলে মাইক্রোসফটের ‘টিমস’, অ্যামাজনের ‘ইউকার’, ‘সিগন্যাল’, অ্যাপলের ‘আইমেসেজ’ ও ‘ফেইসটাইম’সহ অন্যান্য মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে পাঠানো ওই নোটিশে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা।

হোয়াটসঅ্যাপের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং ব্যবহার করে সিগন্যাল অ্যাপ। কিছুদিন আগে বিতর্কের মধ্যে পড়েছিল সিগন্যাল। বিতর্কের কারণ ছিল, সিগন্যাল ব্যবহার করে অন্তত দুটি ব্যক্তিগত গ্রুপ চ্যাটিংয়ে ইয়েমেনে হামলার পরিকল্পনার গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

রয়টার্স লিখেছে, সিগন্যালে দুটি গ্রুপের মধ্যে একটি তৈরি করেছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্টজ। ওই গ্রুপ চ্যাটিংয়ে ছিলেন শীর্ষস্থানীয় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। তবে ভুলবশত সেখানে যুক্ত হয়ে যান আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ।

অন্য গ্রুপটি তৈরি করেছিলেন পিট হেগসেথ নিজে, যেখানে তার স্ত্রী, ভাই এবং আরও প্রায় ডজনখানেক ব্যক্তিকে যোগ করেছিলেন তিনি।

আগে থেকেই নিজেদের কর্মীদের সিগন্যাল অ্যাপ ব্যবহার না করার জন্য সতর্ক করেছিল মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন। কারণ, অ্যাপটিতে প্রযুক্তিগত দুর্বলতা আছে বলে সতর্ক করেছিল সংস্থাটি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন প্রতিনিধি পরিষদের সব ডিভাইসে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ

আপডেট সময় : ০৮:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সব ডিভাইসে নিষিদ্ধ হয়েছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

সোমবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক নোটিশে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সব ডিভাইসে নিষিদ্ধ মেটা মালিকানাধীন অ্যাপটি।

নোটিশে আরও বলা হয়েছে, ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপকে উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাপ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অফিস। কারণ, কীভাবে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখে সে বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই অ্যাপটির। একইসঙ্গে সংরক্ষিত তথ্য এনক্রিপশনের অভাব রয়েছে ও অ্যাপটি ব্যবহারে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে।

হোয়াটসঅ্যাপের বদলে মাইক্রোসফটের ‘টিমস’, অ্যামাজনের ‘ইউকার’, ‘সিগন্যাল’, অ্যাপলের ‘আইমেসেজ’ ও ‘ফেইসটাইম’সহ অন্যান্য মেসেজিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে পাঠানো ওই নোটিশে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা।

হোয়াটসঅ্যাপের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং ব্যবহার করে সিগন্যাল অ্যাপ। কিছুদিন আগে বিতর্কের মধ্যে পড়েছিল সিগন্যাল। বিতর্কের কারণ ছিল, সিগন্যাল ব্যবহার করে অন্তত দুটি ব্যক্তিগত গ্রুপ চ্যাটিংয়ে ইয়েমেনে হামলার পরিকল্পনার গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

রয়টার্স লিখেছে, সিগন্যালে দুটি গ্রুপের মধ্যে একটি তৈরি করেছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্টজ। ওই গ্রুপ চ্যাটিংয়ে ছিলেন শীর্ষস্থানীয় মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। তবে ভুলবশত সেখানে যুক্ত হয়ে যান আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ।

অন্য গ্রুপটি তৈরি করেছিলেন পিট হেগসেথ নিজে, যেখানে তার স্ত্রী, ভাই এবং আরও প্রায় ডজনখানেক ব্যক্তিকে যোগ করেছিলেন তিনি।

আগে থেকেই নিজেদের কর্মীদের সিগন্যাল অ্যাপ ব্যবহার না করার জন্য সতর্ক করেছিল মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন। কারণ, অ্যাপটিতে প্রযুক্তিগত দুর্বলতা আছে বলে সতর্ক করেছিল সংস্থাটি।

কেকে